গৌতম গম্ভীর ও ওমর আবদুল্লা। —ফাইল চিত্র।
পাকিস্তান যাওয়ার পরামর্শ দিয়েছিলেন গৌতম গম্ভীর। টুইটারে তাঁকে ‘সমঝে’ দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ‘যে ব্যাপারে জ্ঞান নেই, তা নিয়ে কথা বলবেন না’— প্রাক্তন ক্রিকেটারকে পরামর্শ ন্যাশনাল কনফারেন্স নেতার।
তিনি জম্মু-কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫-এ ধারাটি তুলে দেওয়ার পক্ষপাতী বলে সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেন বিজেপি সভাপতি অমিত শাহ। ওই ধারায় রাজ্যের স্থায়ী বাসিন্দা কারা, তা ঠিক করার অধিকার পায় জম্মু-কাশ্মীর সরকার। শাহ বলেছিলেন, ‘‘১৯৫০ সাল থেকে নির্বাচনী ইস্তাহারে ৩৫-এ ধারাটি সরানোর কথা বলে আসছি আমরা। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এতদিনে তা সম্ভব হয়নি। তবে ২০২০-তে দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারব বলে আশাবাদী আমরা।’’
অমিত শাহর এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধতে সময় লাগেনি। বিজেপি সরকার ৩৭০ বা ৩৫-এ ধারা স্পর্শ করলে জম্মু-কাশ্মীর আর ভারতের অংশ থাকবে না বলে সরাসরি হুঁশিয়ারি দেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। ৩৫-এ ধারায় হাত দিলে নতুন করে জম্মু-কাশ্মীরের জন্য আলাদা ‘সর্দার-ই রিয়াসত’ বা রাষ্ট্রপতি এবং ‘ওয়াজির-এ-আজম’ বা প্রধানমন্ত্রীর দাবি জানাবেন বলে বন্দিপোরার একটি সভায় ঘোষণা করেন ওমর আবদুল্লাও।
@OmarAbdullah wants a separate PM for J&K & I want to walk on oceans! @OmarAbdullah wants a separate PM for J&K & I want pigs to fly! More than a separate PM @OmarAbdullah needs some sleep followed by a strong coffee! If he still doesn’t understand then a green Pakistani passport
— Gautam Gambhir (@GautamGambhir) April 2, 2019
আরও পড়ুন: ‘জনস্বার্থে’বসানো হয়েছিল ২৬০০ কোটি টাকার মূর্তি! সুপ্রিম কোর্টে হলফনামা দিলেন মায়াবতী
এই মন্তব্য নিয়ে মঙ্গলবার টুইটারে ওমর আব্দুল্লাকে বিদ্রূপ করেন গৌতম গম্ভীর। টুইটারে প্রাক্তন ভারত অধিনায়কের কটাক্ষ, ‘‘জম্মু-কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চান ওমর আবদুল্লা, আমি চাই মহাসাগরের উপর দিয়ে হাঁটতে। জম্মু-কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চান ওমর আবদুল্লা, আমি চাই শূকরও ডানা মেলে উড়ুক। আলাদা প্রধানমন্ত্রী নয়, ওমর আবদুল্লার আসলে ভাল করে ঘুমানো দরকার। তার পর এককাপ কফিও। এখনও বুঝতে না পারলে বলি পাকিস্তানের পাসপোর্ট বানিয়ে ফেলুন।’’
ঘণ্টা দু’য়েক পর গম্ভীরকে জবাব দেন ওমর আবদুল্লা। পাল্টা টুইটে তাঁর আক্রমণ, ‘‘গৌতম, ভাল খেলতে পারি না বলে কখনও তেমন ক্রিকেট খেলিনি আমি। জম্মু-কাশ্মীরের ইতিহাস নিয়ে আপনারও তেমন জ্ঞান নেই। তাতে ন্যাশনাল কনফারেন্সের ভূমিকাই বা কতখানি, তাও জানা নেই আপনার। তা সত্ত্বেও নিজের অজ্ঞতা সকলের সামনে তুলে ধরছেন আপনি। তাই যতটুকু জানেন, তা নিয়েই থাকুন। আইপিএল নিয়ে টুইট করুন বরং।’’
Gautam,I never played much cricket because I knew I wasn’t very good at it. You don’t know very much about J&K,it’s history or the role of @jknc_ in shaping that history yet you insist on displaying that ignorance for all to see. Stick to stuff you know about, tweet about the IPL https://t.co/2ZSHJclWkt
— Omar Abdullah (@OmarAbdullah) April 2, 2019
আরও পড়ুন: রাফালের দাম বাড়াতে চাপ সৃষ্টি করেন ডোভাল! দাবি কংগ্রেস নেতার
গত মাসে বিজেপির হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছেন গৌতম গম্ভীর। লোকসভা নির্বাচনে দিল্লি থেকে তিনি প্রার্থী হতে পারেন বলে জল্পনা তুঙ্গে।
(রাজনীতি, অর্থনীতি, ক্রাইম - দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy