Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Odisha High court

মারধর করেন মা, শিশুর দায়িত্ব দেওয়া হল বাবাকে

পুলিশ জানিয়েছে, পুরী জেলার গোপ থানার অন্তর্ভুক্ত পালিকা শাহি এলাকার বাসিন্দা চক্রধর নায়েক ও রোসালিনের দাম্পত্য জীবনে আগেও সমস্যা দেখা দিয়েছে।

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
কটক শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০৩:৪৩
Share: Save:

১৫ মাস বয়সের ছেলেকে প্রচণ্ড মারধর করেন মা। সেই মারধরের ভিডিয়ো দেখে ছেলেকে বাবার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল ওড়িশা হাইকোর্ট।

পুলিশ জানিয়েছে, পুরী জেলার গোপ থানার অন্তর্ভুক্ত পালিকা শাহি এলাকার বাসিন্দা চক্রধর নায়েক ও রোসালিনের দাম্পত্য জীবনে আগেও সমস্যা দেখা দিয়েছে। সন্তানের জন্মের পরে ফের সমস্যা শুরু হয়। যার পর থেকে ছেলেকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেন রোসালিন। চক্রধর ভুবনেশ্বরে তাঁর বোন-ভগ্নীপতির সঙ্গে থাকেন। কিন্তু রোসালিন ছেলেকে মারধর করছেন, এ কথা জানতে পেরে তাকে হাইকোর্টে সশরীর হাজির করানোর আর্জি পেশ করেন চক্রধর। তাঁর আইনজীবী একটি ভিডিয়ো পেশ করেন। তাতে দেখা যায়, ছেলেকে বারবার মারধর ও অত্যাচার করছেন মা। ওই ভিডিয়ো দেখার পরেই বিচারপতি এস কে মিশ্র ও বিচারপতি সাবিত্রী রথোর বেঞ্চ জানিয়েছে, এই ধরনের আচরণে শিশুটির দৈহিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হবে। পরে মানসিক সমস্যাও দেখা দিতে পারে। তাই সাত দিনের মধ্যে তাকে বাবার হাতে তুলে দিতে হবে। তা না হলে পুলিশ শিশুটিকে মায়ের হেফাজত থেকে নিয়ে বাবার কাছে পৌঁছে দেবে।

অন্য বিষয়গুলি:

Odisha High Court CHild
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE