পক্ষাঘাতগ্রস্ত সেই রোগীকে থেরাপি করাচ্ছেন নার্স। ছবি সৌজন্য টুইটার।
পক্ষাঘাতগ্রস্ত রোগীকে এক নার্সের ফিজিয়োথেরাপির কৌশলে মজে নেটদুনিয়া। রোগীকে খুব চতুরতার সঙ্গে তিনি যে ভাবে থেরাপি করালেন তা মন কেড়েছে অনেকের।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি কোনও এক হাসপাতালের। তবে কোথাকার সেটা জানা যায়নি। আইপিএস আধিকারিক দীপাংশু কাবরা সেই ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এক পক্ষাঘাতগ্রস্ত রোগী। তাঁর ডান পাশে এক জন অ্যাটেন্ড্যান্ট। অন্য পাশে এক জন নার্স।
नर्स ने बड़ी चतुराई से डांस करते हुए लकवाग्रस्त मरीज़ में उमंग और उत्साह भरकर फिजियोथेरेपी एक्सरसाइज करवा दी.
— Dipanshu Kabra (@ipskabra) January 24, 2022
मरीज़ जब ठीक हो जाते हैं, तो सभी डॉक्टर्स को धन्यवाद देते हैं. लेकिन नर्सेस और अन्य मेडिकल स्टाफ अपने प्रेम से जो इलाज करते हैं, उसके लिए 'धन्यवाद' बेहद छोटा शब्द है... pic.twitter.com/dLvXZVgfgh
রোগীকে থেরাপি করানোর প্রয়োজন। কিন্তু এমন রোগীকে থেরাপি করানোও অনেক ঝক্কির। কিন্তু ওই নার্স একটি অভিনব উপায় বার করলেন। রোগীর কেবিনে গান চালিয়ে দিলেন তিনি। সেই গানের তালে তালে তিনি নাচতে শুরু করলেন। রোগীকেও উৎসাহিত করতে থাকলেন হাত-পা নাড়ানোর জন্য। পা নাড়াতে না পারলেও রোগী নার্সকে দেখে উৎসাহিত হয়ে হাত নাড়াতে শুরু করলেন।
তবে এই প্রথম নয়। কোভিড পরিস্থিতিতেও বহু চিকিৎসক এবং নার্স রোগীদের মন ভাল রাখতে নানা রকম কৌশল অবলম্বন করেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy