Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪

এনআরসি: কে সত্যি মোদী না অমিত? ধন্দ ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নিজেই

রবিবার রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরে এই প্রশ্নটাই ছড়িয়ে পড়ল গোটা দেশে।

অমিত শাহ ও নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

অমিত শাহ ও নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৪
Share: Save:

তা হলে কে সত্যি বলছেন? নরেন্দ্র মোদী না অমিত শাহ?

রবিবার রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরে এই প্রশ্নটাই ছড়িয়ে পড়ল গোটা দেশে।

এ বছর লোকসভা ভোট বা সদ্যসমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা ভোটের ইস্তাহারে এনআরসি নিয়ে প্রতিশ্রুতি তো ছিলই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বা বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নড্ডা বারবার বলেছেন। ক’দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও সংসদে জানিয়েছিলেন, দেশের সব রাজ্যে অসমের ধাঁচে জাতীয় নাগরিক পঞ্জি হবেই, এবং তা হবে ২০২৪ সালের ভোটের আগেই। এমনকি এ বছর জুনে সংসদের সেন্ট্রাল হলে স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছিলেন, সারা দেশে এনআরসি চালু করাকে তাঁর সরকার অগ্রাধিকার দেবে। অথচ আজ রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, এনআরসি নিয়ে সরকারের মধ্যে কোনও কথাই হয়নি! ২০১৪ সাল থেকে এনআরসি নিয়ে সরকারের মধ্যে কোনও আলোচনা হয়নি। তাঁর দাবি, বিরোধীরা মিথ্যা বলছে। কেবল সুপ্রিম কোর্টের নির্দেশে অসমের জন্য এনআরসি করতে হয়েছে। প্রধানমন্ত্রীর দু’ঘণ্টার বক্তৃতা শেষে তাই কার্যত স্তম্ভিত বিরোধীরা। তাঁদের প্রশ্ন, ‘‘প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী— কে তা হলে সত্যি কথা বলছেন?’’

এনআরসি এবং সিএএ-র বিরোধিতায় আগুন জ্বলছে গোটা দেশে। এই আবহে আজ প্রধানমন্ত্রীর এই ‘নতুন’ দাবি সত্য-মিথ্যা যা-ই হোক, এনআরসি-সিএএ প্রশ্নে সরকার যে কিছুটা ব্যাকফুটে, সেটা পরিষ্কার। প্রধানমন্ত্রীর দাবি, তিনি ধর্মের ভিত্তিতে কোনও দিন কোনও বিল আনেননি। বিরোধীদের ‘টেপরেকর্ড’ না শুনে মোদী নিজের ‘ট্র্যাকরেকর্ড’ নজর করতে আহ্বান জানিয়েছেন দেশবাসীকে।

তা হলে কি নাগরিকত্ব নিয়ে কোনও উদ্বেগের অবকাশই নেই? রাজনৈতিক শিবিরের বক্তব্য, তা-ও নয়। এনআরসি নিয়ে ধন্দ জিইয়ে রাখাটাই এখন বিজেপির কৌশল। কারণ, প্রধানমন্ত্রী আবার আজ পরোক্ষে এটাও বুঝিয়ে দিয়েছেন যে, এখন না হলেও আগামীতে কখনও না কখনও এনআরসি হবেই। বিশেষ করে মুসলিমদের নাম করে বুঝিয়েছেন, তাঁদের পূর্বপুরুষরা যে এ দেশের (মা ভারতী) সন্তান, এনআরসির সময় তার প্রমাণও দিতে হবে। মোদীর দাবি, ‘‘যিনি ভারতের মাটির মুসলমান, যাঁর পূর্বপুরুষ ‘মা ভারতী’র সন্তান, নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে তাঁর কোনও লেনদেন নেই।’’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে

করছেন, এই আশ্বাসবাণীর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য বার্তা। মা ভারতী-র সন্তান হলে চিন্তার কারণ নেই ঠিকই। কিন্তু নিজেকে মা ভারতীর সন্তান হিসেবে প্রমাণ করার দায় কিন্তু মুসলিমদের থাকছেই। বিজেপির অবশ্য যুক্তি, ‘‘সে তো হিন্দুদেরও প্রমাণ দিতে হবে। শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে ফারাকটি প্রধামন্ত্রী আজ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন।’’

বিরোধীদের বক্তব্য, প্রধানমন্ত্রী আজ এক কথায় সংশয় দূর করতে পারতেন ‘এনআরসি হচ্ছে না’ বলে। তা না করে দল এবং অমিত শাহের কথার বিপরীতে গিয়ে এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি বলে বিভ্রান্তি বাড়ালেন এবং সংশয় দূর করার অভিনয় করলেন। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির কথায়, ‘‘সরকার স্পষ্ট করুক, এনআরসি হবে কি হবে না।’’ সদ্যসমাপ্ত শীতকালীন অধিবেশনে অমিত শাহ বলেছিলেন, ‘‘এনআরসি হবে গোটা দেশেই।’’ এর পর ঝাড়খণ্ডের নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, ‘‘২০২৪ সালের আগে গোটা দেশে এনআরসি-র কাজ সেরে ফেলা হবে। চিহ্নিত করা হবে অনুপ্রবেশকারীদের।’’ স্বরাষ্ট্র কর্তারাও গত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় এই বার্তাই দিয়েছেন যে, সিএএ-র নিয়মবিধি তৈরি হলেই এনআরসি প্রশ্নে ঝাঁপানো হবে। কিন্তু আজ মোদী সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়ে বললেন, ‘‘এনআরসি প্রসঙ্গে মিথ্যা বলা হচ্ছে। বিষয়টি কংগ্রেসের আমলে হয়েছিল। তখন কি কংগ্রেস ঘুমোচ্ছিল? এনআরসি বিষয়টি সংসদে আসেনি। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও নয়। না কোনও নিয়মকানুন হয়েছে। আমি ১৩০ কোটি দেশবাসীকে বলতে চাই, ২০১৪ থেকে এনআরসি নিয়ে একটি শব্দও আলোচনা হয়নি।’’ আর অসমের এনআরসি প্রসঙ্গে তাঁর দাবি, ‘‘সুপ্রিম কোর্ট বলেছে বলেই অসমে এনআরসি করতে হয়েছে।’’

কিন্তু তা হলে কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেছেন— প্রশ্ন তুলছেন বিরোধীরা। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা কটাক্ষ করে বলেন, ‘‘সাহেব (নরেন্দ্র মোদী) দিল্লিতে বলেছেন, এনআরসি নিয়ে আলোচনা হয়নি। তা হলে কি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সামঞ্জস্য নেই? দল ও সরকারের মধ্যে সংঘাত তৈরি হয়েছে? নাকি দু’জনে মিলে দেশকে বোকা বানাচ্ছেন?’’ তৃণমূলের এক নেতার ব্যাখ্যা, ‘‘সিএএ এবং এনআরসি হচ্ছে বিজেপির যৌথ প্রকল্প। প্রধানমন্ত্রী যা-ই বোঝানোর চেষ্টা করুন না কেন, বিজেপি যে এনআরসি গোটা দেশে করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সুতরাং দেশবাসীকে কে ভুল বোঝাচ্ছে, তা জলের মতো স্পষ্ট।’’

বিজেপির অন্দরের খবর, অমিত শাহকে আপাতত ক’দিন এনআরসি নিয়ে মুখে কুলুপ আঁটতে বলা হয়েছে। নাগরিকত্ব আইনের পর এনআরসি সংক্রান্ত পুরনো টুইট মোছাও হচ্ছে। তাই বলে এই নয়, মোদীর সঙ্গে অমিত শাহের দূরত্ব তৈরি হয়েছে। আপাতত মোদী নিজেকে সব কিছুর থেকে দূরে রেখে বোঝানোর চেষ্টা করছেন, যেন কিছুই হয়নি।

অন্য বিষয়গুলি:

Narendra Modi Amit Shah NRC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy