গ্রাফিক: শৌভিক দেবনাথ
রাজ্যসভার হার্ডল পেরিয়ে এখন রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। কিন্তু, নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে ক্ষোভে ফুঁসছে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। অশান্ত অসমকে শান্ত করতে এ বার বার্তা দিতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অসমবাসীর উদ্দেশে টুইটে তিনি লিখলেন, ‘সিএবি নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার কাড়তে পারবে না।’
সিএবি নিয়ে ক্ষোভ জমছিল উত্তর-পূর্বের অসম, ত্রিপুরার মতো রাজ্যে। ওই বিল সংসদের আওতায় ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই সেই ক্ষোভ বাড়তে থাকে। বুধবার, রাজ্যসভায় সিএবি পাশ হওয়ার পর তার আঁচ এক ধাক্কায় বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে। তাই, পরিস্থিতি আন্দাজ করে বিল পাশের সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রশমনে নামতে হয় প্রধানমন্ত্রীকে। এ নিয়ে অসমিয়া ভাষাতেও টুইট করেন মোদী। লেখেন, ‘আমি অসমের ভাই এবং বোনেদের আশ্বস্ত করতে চাই যে, সিএবি পাশ হওয়ায় তাঁদের আশঙ্কার কোনও কারণ নেই। আমি তাঁদের আশ্বস্ত করতে চাই যে, কেউই আপনাদের পৃথক পরিচয়, সুন্দর সংস্কৃতি-র অধিকার কেড়ে নিতে পারবে না। এটা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।’
গত কাল রাজ্যসভায় পাশ হয়েছে সিএবি। আর সেই খবরে বিজেপি শাসিত অসমে ওই বিলের বিরোধিতা তুঙ্গে। সেই পরিস্থিতি দেখে অসমবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘কেন্দ্রীয় সরকার এবং আমি আপনাদের রাজনৈতিক, ভাষাভিত্তিক, সাংস্কৃতিক এবং জমির অধিকার নিয়ে সাংবিধানিক নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’
অসম চুক্তিৰ ছয় নং দফা অনুসৰি অসমীয়া মানুহৰ ৰাজনৈতিক, ভাষিক, সাংস্কৃতিক আৰু ভূমিৰ অধিকাৰ সুৰক্ষিত কৰাৰ বাবে সাংবিধানিক ৰক্ষাকৱচ প্ৰদানৰ ক্ষেত্ৰত মই আৰু কেন্দ্ৰীয় চৰকাৰ সম্পূৰ্ণৰূপে দায়বদ্ধ।
— Narendra Modi (@narendramodi) December 12, 2019
অসমৰ ভাতৃ-ভগ্নীসকলক মই আশ্বাস দিছোঁ- CAB গৃহীত হোৱাৰ পিছত আপোনালোক অলপো শংকিত হ'ব নালাগে।
— Narendra Modi (@narendramodi) December 12, 2019
আপোনালোকৰ অধিকাৰ, সুকীয়া পৰিচয় আৰু বাৰেবৰণীয়া সংস্কৃতি কোনোৱেই কাঢ়ি নিব নোৱাৰে। এয়া সদায়েই জিলিকি থাকিব আৰু প্ৰসাৰিত হ'ব।
আরও পড়ুন: ‘মুসলিমদের কেন নাগরিকত্ব দেব?’, রাজ্যসভায় শাহের রাখঢাক নেই
আরও পড়ুন: উত্তপ্ত অসমে সেনা-কার্ফু, ত্রিপুরায় প্রতিরোধ
অশান্ত অসমের ক্ষোভ প্রমশনে মোদীর টুইট বার্তা নিয়ে খোঁচা দিয়েছে কংগ্রেস। অসমের কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। সেই ঘটনাকে টেনে কংগ্রেসের তরফে পাল্টা টুইটে লেখা হয়েছে, ‘আমাদের অসমিয়া ভাই বোনেরা আপনার এই আশ্বাস-বার্তা পড়তে পারবেন না মোদীজি। আপনি হয়তো ভুলে গিয়েছেন, তাঁদের ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।’
Our brothers & sisters in Assam cannot read your 'reassuring' message Modiji, in case you've forgotten, their internet has been cut off. https://t.co/mWzR9uPgKh
— Congress (@INCIndia) December 12, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy