Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Coronavirus

বিনিয়োগবন্ধু রাজ্যের তালিকা তৈরি হচ্ছে: নির্মলা

কয়লা, খনিজ বিমানবন্দর ও প্রতিরক্ষা –সহ ৮টি ক্ষেত্রে বরাদ্দ ঘোষণা নির্মলা সীতারামনের

সা‌ংবাদিক বৈঠকে নির্মলা সীতারামন। ছবি: পিটিআই।

সা‌ংবাদিক বৈঠকে নির্মলা সীতারামন। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মে ২০২০ ১৬:১৭
Share: Save:

শিল্পের অনুকুল পরিবেশ রয়েছে এমন রাজ্যগুলির তালিকা তৈরি করছে কেন্দ্রীয় সরকার। করোনা সঙ্কট কাটিয়ে উঠতে সম্প্রতি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার চতুর্থ দফায় তার বরাদ্দ ঘোষণা করতে গিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, শিল্প-পরিকাঠামোর উন্নতিতে বিশেষ জোর দিচ্ছে সরকার। বিনিয়োগের অনুকুল পরিবেশ রয়েছে যে রাজ্যগুলিতে, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে।

করোনা সঙ্কট কাটিয়ে উঠতে এর আগে আত্মনির্ভরতার উপর বিশেষ জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন নির্মলা সীতারামনের বক্তব্যেও বার বার তা উঠে আসে। নির্মলা বলেন, ‘‘প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া নীতিতে জোর দিতে হবে। কিছু অস্ত্রশস্ত্র কোনও অবস্থাতেই বিদেশ থেকে আমদানি করা হবে না। বরং দেশেই যাতে সেগুলি তৈরি করা যায়, তার উপর জোর দিতে হবে।’’

অস্ত্রশস্ত্র উৎপাদনে বিদেশি বিনিয়োগেরর হারও এ দিন বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তিনি আরও বলেন, ‘‘অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির কর্পোরেটাইজেশন হবে, বেসরকারিকরণ নয়।’’

এ দিন বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনেও ছাড়পত্র দেন নির্মলা সীতারামন। তিনি জানান, দেশে বিপুল পরিমাণ কয়লা রয়েছে। তার উপর সরকারের একচেটিয়া আধিপত্য প্রত্যাহার করা হচ্ছে। ছাড়পত্র দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থাগুলিকে, যাতে নিলামের মাধ্যমে কয়লা উত্তোলন করতে পারে তারা।

আরও পড়ুন: ভয়াবহ বিপর্যয় ঠেকাতে ঋণ নয়, গরিবদের টাকা দিন: মোদীকে রাহুল​

এ দিন অর্থমন্ত্রী জানান—

• ভারতীয় আকাশসীমাকে যত বেশি সম্ভব ব্যবহারে ছাড়পত্র

• পিপিপি মডেলে বিমানবন্দরগুলির আধুনিকীকরণ হবে

• বিমানবন্দরগুলির আধুনিকীকরণে জোর দেওয়া হচ্ছে

• অস্ত্র উৎপাদনে বিদেশি বিনিয়োগের হার বাড়ানো হবে

• ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে ছাড়পত্র

• অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির কর্পোরেটাইজেশন হবে, বেসরকারিকরণ নয়

• বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি না করে দেশীয় সংস্থাগুলিকে উৎসাহ দিতে হবে

• প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও মেক ইন ইন্ডিয়া প্রকল্পের উপর জোর দিতে হবে

• খনি এলাকায় উচ্ছেদের পরিকাঠামা বাবদ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে

আরও পড়ুন: চিন থেকে ভারতের পথে অ্যাপলও, হতে পারে ৪ হাজার কোটি ডলারের বিনিয়োগ​

• ৩৩৭৬টি শিল্প পার্ক চিহ্নিত করা হয়েছে

• নতুন ৫০০ কয়লা ব্লকে বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনে ছাড়পত্র

• কয়লায় সরকারের একচেটিয়া আধিপত্য প্রত্যাহার করা হচ্ছে

• বেসরকারি সংস্থাকে কয়লা উত্তোলনে ছাড়পত্র

• দেশে বিপুল পরিমাণ কয়লা রয়েছে

• যতটুকু প্রয়োজন ততটুকু কয়লাই বাইরে থেকে আনতে হবে

• কয়লা উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াতে হবে

• কয়লা, খনিজ বিমানবন্দর ও প্রতিরক্ষা –সহ ৮টি ক্ষেত্রে বরাদ্দ

• বিনিয়োগে অনুকুল পরিবেশের ভিত্তিতে রাজ্যগুলির তালিকা তৈরি হচ্ছে

• বিশ্ব বাজারে চ্যালেঞ্জের জন্য আমাদের তৈরি থাকতে হবে

• ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে

• ব্যবসায় সরলীকরণের চেষ্টা

• সংস্কারের উপর জোর প্রধানমন্ত্রীর

• মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিতে হবে

• দেশকে শক্তিশালী করতে প্যাকেজ

অন্য বিষয়গুলি:

Coronavirus Coronavirus Lockdown Nirmala Sitharaman COVID-19 Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy