ঠিক কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে, দুর্ভাগ্যজনকবশত তার নির্দিষ্ট কোনও সরকারি হিসাব নেই। ২০১৬ সালে দিল্লির ন্যাশনাল ল ইউনির্ভাসিটি (এনএলইউ)-র তথ্য অনুযায়ী, ১৯৪৭-এর পর থেকে এখনও পর্যন্ত মোট ৭৫৫ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এ বার তার সঙ্গে আরও ৪ যোগ হয়ে দাঁড়াল ৭৫৯। এই সমীক্ষা করার সময়ই এনএলইউ জানিয়েছিল, “খুব দুর্ভাগ্যজনক ভাবে কারাকর্তা এবং সরকারি বিভিন্ন বিভাগের কাছে ফাঁসি নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।”
স্বাধীন ভারতে এখনও পর্যন্ত একজন মহিলারই ফাঁসি হয়েছে। তিন কিশোরীকে খুনের অপরাধে ১৯৫৫ সালে রতনবাঈ জৈন নামে এক মহিলার ফাঁসি হয়। এর পর এখনও পর্যন্ত কোনও মহিলার ফাঁসি দেখেনি দেশ। এই তালিকায় ঠাঁই হতে পারে সীমা মোহন গোভিত এবং তার বোন রেনুকা কিরণ শিন্ডের। দু’জনেই শিশু অপহরণ এবং খুনের আসামি। তারা ১৩টা অপহরণ এবং ৯টা খুন করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy