প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার সকালে দিল্লির ৭, লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান রাজনাথ। মনে করা হচ্ছে, পহেলগাঁও কাণ্ডের আবহে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি মোদীকে ব্যাখ্যা করতে পারেন রাজনাথ। উল্লেখ্য, রবিবারই দেশের সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেছিলেন রাজনাথ।
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেনা সর্বাধিনায়কের আলোচনার নির্যাস প্রকাশ্যে না-এলেও এএনআই জানায়, পহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলার পরে পাকিস্তানকে জবাব দিতে কী কী গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের। রুদ্ধদ্বার ওই আলোচনার পর মোদীর বাসভবনে রাজনাথের যাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ঘটনাচক্রে, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে গত চার দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা। পাকিস্তানের এক মন্ত্রী আবার ১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় রয়েছে ভারতীয় সেনা। সম্ভাব্য কোন উপায়ে পাকিস্তানকে জবাব দেওয়া যায়, তা নিয়েও আলোচনা চলছে বলে সেনা সূত্রে খবর।
আরও পড়ুন:
পহেলগাঁও কাণ্ডে প্রথমে দায় স্বীকার করেছিল পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন দ্য রেজ়িস্ট্যান্স ফোর্স (টিআরএফ)। যদিও পরে বয়ান বদলে নিজেদের দাবি থেকে সরে আসে টিআরএফ। একটি গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, হামলাকারীদের মধ্যে শুধু দু’জন স্থানীয় জঙ্গি ছিল। বাকি সকলেই পাকিস্তানি। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান।