পার্থসারথি রায়
ভীমা কোরেগাঁও এবং এলগার পরিষদ মামলায় এ বার তলব করা হল কলকাতার পরিচিত সমাজসেবী এবং বিজ্ঞানী পার্থসারথি রায়কে। শুক্রবার জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-র পক্ষ থেকে তাকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর তাঁকে মুম্বই পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিসে।
পার্থসারথি রায় আইসার-এর অন্যতম পরিচিত বিজ্ঞানী। সেই সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং সামাজিক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত থেকেছেন।
২০১২ সালে নোনাডাঙা আন্দোলনের সময় কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। সেই সময় প্রায় ১২ দিন তিনি পুলিশ এবং জেল হেফাজতে ছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ আন্দোলন ছাড়াও ওড়িশার বিভিন্ন আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন: প্যাংগংয়ে চিনা সেনার বিপুল সমাবেশ, তবে ভারতই সুবিধাজনক অবস্থানে
শুক্রবার ফোনে যোগাযোগ করা হলে পার্থসারথি বলেন, ‘‘এলগার পরিষদ মামলায় দেশের সমস্ত বুদ্ধিজীবীকে কেন্দ্রীয় সরকার মাওবাদী আখ্যা দিয়ে জেলে ভরতে চাইছে। এই মামলাতেই জেলবন্দি তেলঙ্গানার কবি ভারাভারা রাও, সুধা ভরদ্বাজ, রোনা উইলসন একাধিক বুদ্ধিজীবী। আমি এনআইএ-র নোটিশ পেয়েছি। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ কী হবে।’’
আরও পড়ুন: ‘সিঙ্ঘম হতে যাবেন না’, পুলিশ আধিকারিকদের পরামর্শ মোদীর
এনআইএ সূত্রে খবর, এলগার পরিষদ মামলায় ধৃতদের জেরা করেই পার্থসারথি রায়ের নাম উঠে এসেছে অন্যতম সংগঠক হিসেবে। সেই কারণেই তাঁকে জেরা করার জন্য মুম্বাইতে যেতে বলা হয়েছে। এনআইএ-র এই তলবের তীব্র নিন্দা করেছে রাজ্যের মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের পক্ষে রনজিৎ শূর বলেন, ‘‘গোটাটাই রাষ্ট্রীয় চক্রান্ত। বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করার চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy