জুলাই মাসে আগামী বাদল অধিবেশনেই সংসদে পেশ করা হবে নতুন তথ্য (ডেটা) সুরক্ষা বিল। ফাইল চিত্র।
নতুন তথ্য (ডেটা) সুরক্ষা বিল তৈরি হয়ে গিয়েছে এবং জুলাই মাসে আগামী বাদল অধিবেশনেই তা সংসদে পেশ করা হবে। মঙ্গলবার সু্প্রিম কোর্টে এ কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সামনে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি এই তথ্য জানান।
কর্মণ্য সিংহ সারিন এবং শ্রেয়া শেঠী, এই দুই ছাত্রছাত্রী তথ্যসুরক্ষার বিষয়ে মামলা করেছেন সু্প্রিম কোর্টে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রাহকদের ফোন কল, ছবি, মেসেজ, ভিডিয়ো, নথির নাগাল পাওয়ার বিষয়ে যে চুক্তি হয়েছে, তাকেই চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁরা। বিচারপতি কে এম জোসেফ, বিচারপতি অজয় রাস্তোগি, বিচারপতি অনিরুদ্ধ বসু, বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি সি টি রবিকুমারের সাংবিধানিক বেঞ্চে তার শুনানি চলছিল। সেই সূত্রেই এজি ভেঙ্কটরামানি নতুন বিলের কথা জানান। তিনি বলেন, ‘‘বিল তৈরি হয়ে গিয়েছে। সংসদে পেশ হতে চলল বলে। জুলাই মাসে বাদল অধিবেশনেই তা পেশ করা হবে। তার পরে এই মামলা শোনা উচিত।’’ এজি-র দাবি, আবেদনকারীরা যা প্রশ্ন তুলেছেন, সেগুলোর সুরাহা থাকবে।
আবেদনকারীদের পক্ষে আইনজীবী শ্যাম দিওয়ান সওয়াল করেন যে, বিল আনয়ন প্রক্রিয়ার সঙ্গে এই শুনানিকে সংযুক্ত না করুক আদালত। কারণ, আইন প্রণয়ন একটি জটিল প্রক্রিয়া। অগস্ট মাসে পরবর্তী শুনানি হবে। তবে জুন মাসে অবসর নেবেন বিচারপতি জোসেফ ও বিচারপতি রাস্তোগি। বেঞ্চ মামলাটি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে পাঠাচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy