ওমিক্রন নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী
দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনাভাইরাসের নয়া রূপ ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ইউরোপ এবং আমেরিকায়। উদ্বিগ্ন ভারতও। শনিবার বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত ৫০ বার জিনের বিন্যাস বদল করে তৈরি হওয়া এই রূপ সম্পর্কে কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকদের থেকে বিশদে খোঁজ খবর নিয়ে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিলেন তিনি।
এখনও পর্যন্ত যে সব দেশে এই রূপের হদিশ মিলেছে, সেখানকার যাত্রীদের কোভিড পরীক্ষা যাতে সঠিক ভাবে হয় এবং তাঁদের স্বাস্থ্যের উপরেও যাতে নজর রাখা হয়, তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও বিদেশে যাতায়াত আগামী দিনে কতটা শিথিল করা হবে, সেই বিষয়টি আধিকারিকদের পর্যালোচনা করে দেখতে বলেছেন তিনি।
সরকারি আধিকারিকদের প্রধানমন্ত্রীর নির্দেশ, জেলা স্তরে কোভিড পরীক্ষা এবং নজরদারি বাড়াতে রাজ্যের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে হবে। শনিবারের ২ ঘণ্টার বৈঠকে করোনা টিকাকরণ নিয়েও খোঁজখবর নেন মোদী।
Officials briefed PM Modi about the new Variant of Concern ‘Omicron’ along with its characteristics & impact seen in various countries. Its implications for India were also discussed. PM spoke about the need to be proactive in light of the new variant: PMO pic.twitter.com/vW5YEJlwda
— ANI (@ANI) November 27, 2021
সদ্যই আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে ওমিক্রন রূপের হদিশ মিলেছে। ভাইরাসের স্পাইক প্রোটিনের চরিত্রে একাধিক বার বদল থেকে যে হেতু এই রূপের জন্ম, তাই বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও উদ্বেগ প্রকাশ করেছে। ইজরায়েলে এই নতুন রূপের হদিশ মিলতেই দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকা মহাদেশের আরও ছয়টি দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বেনেট সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy