Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Assam Flood

২২ জেলায় ক্ষতিগ্রস্ত পাঁচ লক্ষ মানুষ, এক জনের মৃত্যু, টানা বৃষ্টিতে অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি

বন্যাকবলিত ১১টি জেলায় প্রশাসন ৮৩টি আশ্রয় শিবির খুলেছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১৪ হাজার ৩৫ জন। ৭৯টি কেন্দ্র খুলে ত্রাণ বণ্টনও করা হচ্ছে।

image of assam flood

বন্যায় বিধ্বস্ত অসম। — ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
গুয়াহাটি শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ১১:০০
Share: Save:

অসমে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ২২টি জেলার ৪ লক্ষ ৯৬ হাজার মানুষ বিপাকে। জলে ডুবে মৃত্যু হয়েছে এক জনের। অসমের বিপর্যয় মোকাবিলা দফতরের রিপোর্ট বলছে, বক্সা জেলার তামুলপুরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। রিপোর্টে আরও বলা হয়েছে, বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বাজালি। বন্যার কারণে সেখানে ২ লক্ষ ৬০ হাজার মানুষের জীবন বিপর্যস্ত।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের রিপোর্ট অনুযায়ী, ক্ষতির নিরিখে বাজালির পরেই রয়েছে নলবাড়ি। সেখানে ৭৭ হাজার ৭০২ জন মানুষের জীবন বিপর্যস্ত। বরপেটায় বিপাকে ৬৫ হাজার ২২১ জনের জীবন। লখিমপুরে ২৫ হাজার ৬১৩, বক্সায় ১৪ হাজার ২৩, তামুলপুরে ১৯ হাজার ২০৮, দারাঙে ১৩ হাজার ৭০৪, কোকরাঝাড়ে ৬ হাজার ৫৩৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। বন্যাবিধ্বস্ত জেলাগুলিতে ১৪০৯১.৯০ হেক্টর জমি জলের নীচে।

অসমে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ২২টি জেলার ৪ লক্ষ ৯৬ হাজার মানুষ বিপাকে। জলে ডুবে মৃত্যু হয়েছে এক জনের। অসমের বিপর্যয় মোকাবিলা দফতরের রিপোর্ট বলছে, বক্সা জেলার তামুলপুরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। রিপোর্টে আরও বলা হয়েছে, বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বাজালি। বন্যার কারণে সেখানে ২ লক্ষ ৬০ হাজার মানুষের জীবন বিপর্যস্ত।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের রিপোর্ট অনুযায়ী, ক্ষতির নিরিখে বাজালির পরেই রয়েছে নলবাড়ি। সেখানে ৭৭ হাজার ৭০২ জন মানুষের জীবন বিপর্যস্ত। বরপেটায় বিপাকে ৬৫ হাজার ২২১ জনের জীবন। লখিমপুরে ২৫ হাজার ৬১৩, বক্সায় ১৪ হাজার ২৩, তামুলপুরে ১৯ হাজার ২০৮, দারাঙে ১৩ হাজার ৭০৪, কোকরাঝাড়ে ৬ হাজার ৫৩৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। বন্যাবিধ্বস্ত জেলাগুলিতে ১৪০৯১.৯০ হেক্টর জমি জলের নীচে।

অন্য বিষয়গুলি:

flood Assam flood Brahmaputra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy