অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল।
নয়া নাগরিকত্ব আইন নিয়ে শনিবার ফের ভিন্ন সুর শোনা গিয়েছে এনডিএ-র শরিক শিরোমণি অকালি দলের মুখে। শনিবার অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল বলেন, ‘‘আমাদের মনে হয় মুসলিমদেরও এই নাগরিকত্ব আইনের অন্তর্ভূক্ত করা উচিত। দেশের
মানুষ এটাই চান। ওই আইন ফের সংশোধন করা উচিত। আমাদের সাংসদেরা সংসদেও এ কথা জানিয়েছেন।’’ তবে এনআরসি নিয়ে মুখ খুলতে চাননি বাদল। তাঁর বক্তব্য, ‘‘এনআরসি-র চেহারা কী হবে তা এখনও স্পষ্ট নয়। তাই এ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।’’ অন্য দিকে নয়া নাগরিকত্ব আইন মহারাষ্ট্রে কার্যকর করা হবে না বলে শনিবারই জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। শনিবার তিনি বলেন, ‘‘নয়া নাগরিকত্ব আইন মহারাষ্ট্রে কার্যকর করা হবে না।
বিহার-সহ আটটি রাজ্য ইতিমধ্যেই এনআরসি কার্যকর করবে না বলে জানিয়েছে। তাদের মধ্যে বিহারে ক্ষমতাসীন জোট সরকারের শরিক বিজেপিও। আমার মনে হয় মহারাষ্ট্র সরকারেরও এই অবস্থানই নেওয়া উচিত।’’ এ নিয়ে মোট ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রী সিএএ বা এনআরসি বা দু’টিরই বিরোধিতা করলেন। ভিন্ন সুর শোনা গিয়েছে অকালি দল, জেডিইউ, অসম গণ পরিষদ, এনপিপি, ইউডিপি, এমএনএসের মতো বিজেপির জোট শরিক এবং কেন্দ্রের বন্ধু দল হিসেবে পরিচিত বিজেডি-র মুখে। সরকার সিএএ বা এনআরসি নিয়ে মানুষকে ঠিক মতো বোঝাতে পারেনি বলে মন্তব্য করেছেন এনডিএ শরিক এলজেপি-র নেতা চিরাগ পাসোয়ান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy