২০১৬-তে রাজ্যসভায় বিজেপি-র সাংসদ হিসেবে মনোনীত হন। ধানগড় সম্প্রদায়ের এই সাংসদ উপজাতি এবং মহারাষ্ট্রের ধানগড় সম্প্রদায়ের জন্য অনেক কাজও করেছেন।
ফাইল চিত্র।
দেশে মদ্যপান কমানোর উপর নজর দেওয়া দরকার। আর তার জন্য সঠিক নীতি নির্ধারণের প্রয়োজন আছে বলে মনে করেন নাগপুরের বিজেপি সাংসদ বিকাশ মাহাত্মে। বুধবার রাজ্যসভায় জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপন করেন তিনি।
মাহত্মে জানান, দেশে মদ্যপান কমানোর জন্য জাতীয় নীতির প্রয়োজন রয়েছে। বিহার, মিজোরাম, গুজরাত, নাগাল্যান্ড—এই চার রাজ্যে এখনও পর্যন্ত মদ পুরোপুরি নিষিদ্ধ। কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপেও মদ বিক্রি এবং মদ্যপানের উপরে নিষেধাজ্ঞা রয়েছে।
BJP MP Vikas Mahatme gives Zero hour Notice in Rajya Sabha over "the need of a National Policy to reduce alcohol consumption in the country."
— ANI (@ANI) March 16, 2022
কিন্তু মদ্যপান কমানোর বিষয়ে যাতে গোটা দেশের জন্যই একটি নীতি নির্ধারণ করা হয় বুধবার সেই আর্জিই জানিয়েছেন নাগপুরের বিজেপি সাংসদ। এর আগে ২০২০-র ফেব্রুয়ারিতেও জিরো আওয়ারে তিনি কোভিড নিয়ে আগাম সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
মাহাত্মে এক জন চক্ষুরোগ বিশেষজ্ঞ। সামাজিক কাজের সঙ্গে জড়িত। পেয়েছেন পদ্মশ্রী-ও। ২০১৬-তে রাজ্যসভায় বিজেপি-র সাংসদ হিসেবে মনোনীত হন। ধানগড় সম্প্রদায়ের এই সাংসদ উপজাতি এবং মহারাষ্ট্রের ধানগড় সম্প্রদায়ের জন্য অনেক কাজও করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy