যোগব্যায়াম: অ্যানিমেশনে নরেন্দ্র মোদী।
নীল টি-শার্ট আর কালো প্যান্ট পরে নরেন্দ্র মোদী শেখাচ্ছেন ত্রিকোণাসন।
জুন মাসে আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে যোগগুরুর ভূমিকায় নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তবে সশরীরে নন, থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে। যেখানে মোদীরই আদলে এক ব্যক্তি শেখাচ্ছেন যোগাসন।
প্রধানমন্ত্রীর যোগ নিয়ে রাহুল গাঁধী কম কটাক্ষ করেননি। একবার দিল্লির রাজপথে যোগের পর রাহুল বলেছিলেন, ‘‘তাঁর যোগশিক্ষক বলেছিলেন, যিনি পদ্মাসন করতে পারেন না, তিনি যোগটাই পারেন না। আর প্রধানমন্ত্রী পদ্মাসন করতেই পারেন না। পুরোটাই ভাঁওতা।’’ সম্প্রতি দলের প্লেনারি অধিবেশনেও রাহুল কটাক্ষ করে বলেছিলেন, ‘‘কৃষকরা মরছেন, যুবকেরা কাজ পাচ্ছেন না। আর প্রধানমন্ত্রী বলছেন, ইন্ডিয়া গেটে যোগ করুন!’’
আরও পড়ুন: মরতে দিন, নিষ্কৃতি চেয়ে চিঠি মোদীকে
রাহুলের ভবিষ্যৎবাণী সত্য করে আজ থেকে যোগে মগ্ন হতে বললেন মোদী। সেই সঙ্গে দিলেন তাঁর নয়া স্লোগান, ‘ফিট ইন্ডিয়া’। এ দিন রেডিওর ‘মন কি বাত’ অনুষ্ঠানের পরে প্রকাশ করলেন যোগ নিয়ে তাঁর অ্যানিমেশনের ভিডিয়ো। তার পরে যোগ-সমালোচকদের পাল্টা কটাক্ষে বিঁধে বললেন, ‘‘আমি যোগের শিক্ষক নই, তবে যোগ অভ্যাস করি। কয়েক জন তাঁদের কল্পনার মাধ্যমে আমাকে যোগ শিক্ষক বানিয়ে দিলেন!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy