Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
Broadcasting Regulation Bill

সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের নতুন খসড়া পেশ হবে সংসদে, বিতর্কের মধ্যেই ঘোষণা কেন্দ্রের

সংসদে গত বছরই সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিল পেশের বার্তা দিয়েছিল কেন্দ্র। কিন্তু বিল পেশ হওয়ার আগে তার খসড়া প্রস্তুতির প্রক্রিয়া নিয়েই বিতর্ক শুরু হয়ে যায়।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ২৩:২২
Share: Save:

সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে ‘লাগাম পরানোর’ উদ্দেশ্যে এ বার সম্প্রচার পরিষেবা (ব্রডকাস্টিং) নিয়ন্ত্রণ বিলের নতুন খসড়া পাশ করাতে উদ্যোগী হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, পরবর্তী পর্যায়ে বিলের নয়া খসড়া প্রকাশ করা হবে।

সংসদে গত বছরই সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিল পেশের বার্তা দিয়েছিল কেন্দ্র। কিন্তু বিল পেশ হওয়ার আগে তার খসড়া প্রস্তুতির প্রক্রিয়া নিয়েই বিতর্ক শুরু হয়ে যায়। বিরোধীদের অভিযোগ, সংসদের পেশ হওয়ার আগেই তা প্রকাশ্যে এসে গিয়েছিল। যদিও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে সাফাই দেওয়া হয়, এ সংক্রান্ত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এবং জনসাধারণের মত চেয়ে ব্যাখ্যামূলক নোট-সহ একটি খসড়া ২০২৩ সালের অক্টোবরে মন্ত্রকের ওয়েবাসাইটে দেওয়া হয়েছিল।

সেই মতামতের ভিত্তিতেই নতুন খসড়া তৈরি কাজ চলছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে সোমবার। কংগ্রেসের অভিযোগ, মোদী সরকার প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যমের পরে এ বার সমাজমাধ্যমেও (সোশ্যাল মিডিয়া) লাগাম পরাতে চাইছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স পোস্টে সরকারি নিয়ন্ত্রণ বলবৎ করতে সক্রিয় হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর পছন্দ না হলে তা ‘ফেক নিউজ়’ বলে সেই খবর সরানোর ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু অনেক সাংবাদিক এখন নিজের মতো করে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। তাঁরা সরকারের ভুলত্রুটি তুলে ধরছেন। নির্বাচনে বিজেপিকে তার খেসারতও দিতে হয়েছে। এখন তাঁদের উপরে সরকারের নজর পড়েছে। নতুন বিল এনে তাঁদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।

অন্য দিকে, তৃণমূলের অভিযোগ, কেন্দ্র এ বিষয়ে আইন তৈরি নিয়েই মিথ্যে কথা বলছে। মোদী সরকার ১৯৯৫ সালের কেবল টিভি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ আইন তুলে দিয়ে নতুন সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিল আনতে চাইছে। সূত্রের খবর, নয়া বিলে ‘প্রভাবী’ ইউটিউবার, ইনস্টাগ্রামার-দের নিয়ন্ত্রণ করতে চাইছে মোদী সরকার। তাঁদের নাম নিবন্ধীকরণ এবং অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। যা সরাসরি বাক্‌স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে বিরোধীদের অভিযোগ।

অন্য বিষয়গুলি:

Broadcast Bill 2024 Ashwini Vaishnaw
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy