মুস্কানই সাহিলের বৌ। তাঁকেই পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, মুস্কানের হাতেই সৌরভের বধ হবে। প্রেমিক সাহিল শুক্লের মৃত মায়ের ‘আত্মা’ সেজে তাঁকে এ ভাবেই মুস্কান উস্কেছিলেন বলে তদন্তকারীদের দাবি। সাহিলকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে এ ভাবেই প্ররোচিত করতেন মুস্কান, এমনই দাবি করেছেন তদন্তকারীরা। মুস্কান এবং সাহিলের ফোন ঘেঁটে সেই কথোপকথন উদ্ধার করেছে পুলিশ, এমনটাই সূত্রের দাবি।
পুলিশ সূত্রে খবর, মুস্কান ভাল ভাবেই জানতেন, মায়ের প্রতি দুর্বলতা ছিল সাহিলের। মায়ের মৃত্যুর পর থেকে বিষাদে ডুবে গিয়েছিলেন তিনি। মায়ের সঙ্গে নাকি ‘কথাও’ বলতেন। সাহিলের মধ্যে সেই বিশ্বাসকে আরও চারিয়ে দেওয়ার জন্য স্ন্যাপচ্যাটে সাহিলের মৃত মায়ের ছবি এবং নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে সাহিলের সঙ্গে কথা বলতেন মুস্কান। তাঁকে বিশ্বাস করাতেন যে, মৃত মায়ের সঙ্গেই কথা হচ্ছে সাহিলের।
আরও পড়ুন:
সে রকম কয়েকটি কথোপকথন প্রকাশ্যে এসেছে। (যদিও সেই কথোপকথনের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এনডিটিভি-র এক প্রতিবেদনে প্রকাশিত সেই কথোপকথন অনুযায়ী, ‘‘শক্তিই তোমাকে রক্ষা করবে।’’ মায়ের ‘আত্মা’ সেজে মুস্কানের আরও মেসেজ, ‘‘রাজা, মুস্কানকেই তোর বৌ হিসাবে মেনে নিয়েছি। এখন থেকে ও আমাদের পরিবারের সদস্য। ও আমাদের গুড়িয়া। ওকে কেউ হারাতে পারবে না।’’ আরও একটি মেসেজে লেখা, ‘‘মুস্কানের হাতেই সৌরভের মৃত্যু লেখা আছে। সৌরভকে বধ করবে মুস্কানই।’’
অন্য একটি মেসেজে লেখা, ‘‘সব কিছু শেষ হয়ে গিয়েছে রাজা। তবে গুড়িয়ার খেয়াল রাখিস। যদি আমি ফিরে না-ও আসি, ওর যত্ন নিস। মুস্কানকে পুত্রবধূ হিসাবে পেয়ে আমি খুব খুশি। আমাদের পূর্বপুরুষেরা ওকে আশীর্বাদ করেছে।’’ পুলিশ সূত্রে খবর, সাহিলকে এই খুনের ঘটনায় শামিল করতে তিনটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ব্যবহার করতেন মুস্কান। তার মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে সাহিলের মৃত মা সেজে মেসেজ করতেন।
গত ৪ মার্চ প্রেমিক সাহিলের সঙ্গে মিলে সৌরভকে খুনের পর দেহ ১৫ টুকরো করার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা মুস্কানের বিরুদ্ধে। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সৌরভ-হত্যার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য উঠে আসছে।