Advertisement
০৫ নভেম্বর ২০২৪

জোড়া খুনেও প্যাঁচে গুরমিত

শিষ্যাদের ধর্ষণের পাশাপাশি ‘পুরা সচ্‌’ সংবাদপত্রের সম্পাদক রামচন্দ্র ছত্রপতি ও ডেরার ম্যানেজার রঞ্জিত সিংহকে খুনের অভিযোগ রয়েছে গুরমিতের বিরুদ্ধে। আজ সেই মামলার শুনানি চলাকালীন নতুন ভাবে জবানবন্দি দিতে এগিয়ে এলেন গুরমিতের গাড়ির পুরনো চালক খাট্টা সিংহ।

সংবাদ সংস্থা
পঞ্চকুলা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩৯
Share: Save:

দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ইতিমধ্যেই বিশ বছর কারাদণ্ড হয়েছে তার। এ বার জোড়া খুনের মামলাতেও বিপাকে পড়ল ডেরা-প্রধান গুরমিত রাম রহিম সিংহ।

শিষ্যাদের ধর্ষণের পাশাপাশি ‘পুরা সচ্‌’ সংবাদপত্রের সম্পাদক রামচন্দ্র ছত্রপতি ও ডেরার ম্যানেজার রঞ্জিত সিংহকে খুনের অভিযোগ রয়েছে গুরমিতের বিরুদ্ধে। আজ সেই মামলার শুনানি চলাকালীন নতুন ভাবে জবানবন্দি দিতে এগিয়ে এলেন গুরমিতের গাড়ির পুরনো চালক খাট্টা সিংহ। তিনি জানিয়েছেন, আগে ‘চাপে পড়ে’ বয়ান বদলেছিলেন তিনি।

আরও পড়ুন: পালিয়ে হিমাচলে গা ঢাকা দেওয়ার ছক কষেছিল ‘বাবা’ রাম রহিম

গুরমিত এখন রোহতকের সুনারিয়া জেলে বন্দি। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার ভক্তদের তাণ্ডবে নিহত হয়েছিলেন ৩৮ জন। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আজ সতর্ক ছিল প্রশাসন। রোহতকের জেল থেকেই তাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি চলে।

এ দিন খুনের মামলার অন্যতম সাক্ষী খাট্টা সিংহ সিবিআই আদালতের কাছে নতুন করে জবানবন্দি রেকর্ড করার আর্জি জানান। তাঁর আইনজীবী নবকিরণ সিংহ বলেন, ‘‘২০১২ সালে চাপ দিয়ে আমার মক্কেলের বয়ান বদলাতে বাধ্য করা হয়। গুরমিত রাম রহিম ও তার পোষা গুণ্ডারা ক্রমাগত ভয় দেখিয়ে যাচ্ছিল তাঁকে।’’ ২০১১-তে খাট্টা কোর্টকে জানিয়েছিলেন, ‘‘রাম রহিম কাউকে কোনও খুনের হুমকি দেয়নি। রঞ্জিত-খুনে ডেরা প্রধানের কোনও সম্পর্ক নেই।’’ আদালত আজ জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর খাট্টা সিংহের আবেদন শোনা হবে। সিবিআইয়ের আইনজীবী এইচপিএস বর্মা জানান, সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আদালত ঠিক করেছে, আলাদা আলাদা ভাবে দু’টি মামলার বিচার প্রক্রিয়া হবে। বলেন, ‘‘১৮ সেপ্টেম্বর থেকে প্রতিদিন রঞ্জিত খুনের শুনানি হবে। ছত্রপতি খুনের চূড়ান্ত শুনানি হবে ২২ সেপ্টেম্বর।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE