মুম্বইয়ের ওই এসবিআই শাখা বিজ্ঞপ্তি তুলে নিলেও তা ভাইরাল হয়ে যায়। প্রতীকী চিত্র
বোরখা পরে ব্যাঙ্কে ঢোকা যাবে না। এমনই বিজ্ঞপ্তি দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-র একটি শাখা। তার পরেই শুরু হয় সমালোচনা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে বিজ্ঞপ্তি তুলে নিতে বাধ্য হয় মুম্বইয়ের নেহরু নগর শাখা। পূর্ব কুর্লা এলাকায় স্টেট ব্যাঙ্কের ওই শাখাটি রয়েছে মূলত মুসলিম অধ্যুষিত এলাকাতেই।
স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কিছু দিন আগে থেকেই নেহরু নগরের এসবিআই শাখায় তিনটি ভাষায় ওই বিজ্ঞপ্তি টাঙানো ছিল। হিন্দি, মরাঠি এবং ইংরেজিতে লেখা ছিল, ‘বোরখা, স্কার্ফ পরে ব্যাঙ্ক চত্বরে ঢোকা নিষিদ্ধ।’ সেই বিজ্ঞপ্তির ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়লেই শুরু হয় বিতর্ক। তবে শেষ পর্যন্ত গত ৩ নভেম্বর স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তি দেওয়ার জন্য দুঃখপ্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটিও তুলে নেওয়া হয় বলে জানা গিয়েছে।
Dear Customer,
— State Bank of India (@TheOfficialSBI) November 3, 2021
We regret the inconvenience caused to you. We understand from the branch that the Board has been removed from the counter. It was placed earlier for safety during cash withdrawal and other financial transactions only and the branch did not have any other (1/2)
গত ৩ নভেম্বর টুইট করে এসবিআই জানায়, টাকা তোলা ও অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার কথা ভেবেই এই বিজ্ঞপ্তি ব্যাঙ্কের ওই শাখা দিয়েছিল। এর পিছনে ব্যাঙ্কের বা ওই শাখার অন্য কোনও উদ্দেশ্য নেই বলেও জানিয়েছে এসবিআই।
इन्हें सोशल मीडिया साइट से तुरन्त हटा दें। (2/2)
— State Bank of India (@TheOfficialSBI) November 3, 2021
এমন যুক্তি দেখানোর পরেও নেট মাধ্যমে স্টেট ব্যাঙ্কের সমালোচনা চলতে থাকে। প্রশ্ন তোলা হয়, নিরাপত্তার জন্য শুধু বোরখা নিয়েই কেন আপত্তি? করোনাকালে সব গ্রাহকের মুখই তো মাস্কে ঢাকা থাকছে। তবে স্টেট ব্যাঙ্ক ভাইরাল হওয়া বিজ্ঞপ্তির ছবি নিয়েও আপত্তি তুলেছে। টুইট করে এসবিআই-এর তরফে বলা হয়, ব্যাঙ্কের ভিতরে ছবি বা ভিডিয়ো তোলা নিষিদ্ধ। কোনও রকম ছবি বা ভিডিয়ো থেকে কোনও অপরাধ ঘটলে তার সঙ্গে জড়িয়ে পড়বেন যিনি ছবি তুলেছেন। নেটমাধ্যম থেকে ওই ছবিটা যাতে সরিয়ে নেওয়া হয় তার আবেদনও জানিয়েছে এসবিআই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy