Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Mumbai

মুম্বইয়ের প্রথম ‘হোম সিস্টেম’ অটোতে পাবেন বেসিন, কুলার, কম্পিউটার মনিটর

টুইঙ্কল খান্না একটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, মুম্বইয়ের এই রিকশাওয়ালার ‘জুগাড়ে হল অব ফেম’ পাওয়া উচিত।

বাণিজ্য নগরীর প্রথম ‘হোম সিস্টেম’ অটো। ছবি: টুইটার থেকে নেওয়া।

বাণিজ্য নগরীর প্রথম ‘হোম সিস্টেম’ অটো। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৬:৪৬
Share: Save:

একটি অটোরিকশা। তাতে কী-ই বা অতিরিক্ত সুযোগসুবিধা দেওয়া যায় যাত্রীদের? আপনি হয়তো ভাববেন, আসনগুলি সুন্দর হবে। গোটা অটোটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, চালকের ব্যবহার ভাল হবে, সেই সঙ্গে তাঁর ড্রাইভিং-ও। অটোতে ভাল পরিষেবা বলতে এর থেকে বেশি আর কীই বা পাওয়া যেতে পারে? কিন্তু মুম্বইয়ের এই অটোর ছবি দেখলে আপনি অবাক হবেন! আর সাধারণ মানুষ কেন, টুইঙ্কল খান্নার মতো সেলিব্রিটিও মুগ্ধ হয়ে এই অটোর ছবিপোস্ট করেছেন।

মুম্বইয়ের অটোচালক সত্যবান গিতে এমন একটি অটো বানিয়েছেন যাকে বলা হচ্ছে বাণিজ্য নগরীর প্রথম ‘হোম সিস্টেম’ অটো। তাতে রয়েছে হাত ধোয়ার বেসিন, সঙ্গে লিকুইড হ্যান্ডওয়াশ, বেসিনের সামনে আয়না, একটি ডেস্কটপ কম্পিউটারের মনিটর। যদিও মনিটরটি চলে না। তবে তার উপর লেখা রয়েছে, এই অটোতে কী কী সুবিধা মেলে।

তালিকা বেশ লম্বা, মনিটরের উপরে লেখা রয়েছে, এটি মুম্বইয়ের প্রথম হোম সিস্টেম অটোরিকশা। কী কী সুবিধা পাওয়া যাবে এই অটোতে? তালিকায় রয়েছে— এক কিলোমিটার বিনামূল্যে যাত্রা প্রবীণ নাগরিকদের জন্য, স্মার্টফোন চার্জার, মোবাইল কানেক্ট টিভি, ব্লু টুথের সাহায্যে গান বাজানোর সুবিধা, হাত ধোয়ার বেসিন, পরিশ্রুত পানীয় জল, কুলার ফ্যান, ফিট থাকার টিপস।

আরও পড়ুন: রতন টাটার কাছ থেকে সরাসরি ফোন, সঙ্গে চাকরির প্রস্তাব!

টুইঙ্কল খান্না একটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, মুম্বইয়ের এই রিকশাওয়ালার ‘জুগাড়ে হল অব ফেম’ পাওয়া উচিত।

#Repost @tweakindia ・・・ Equipped with a window garden, washbasin and a desktop monitor, this genius Mumbai rickshaw belongs in the jugaad Hall Of Fame. READ THE STORY by clicking on Linkin.bio/ on our @tweakindia page and click on the corresponding image. Have you spotted or better still, taken a ride in Kamal Govil’s ‘chakachak Mumbai’ rickshaw? Share your best #jugaad stories via comments below.

A post shared by Twinkle Khanna (@twinklerkhanna) on

আরও পড়ুন: গোটা দল আউট মাত্র ৭ রানে, ৭৫৪ রানে জিতল বিপক্ষ!

সংবাদ সংস্থা এএনআই অটোটির বিভিন্ন দিক থেকে তোলা চারটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, পিছনের সিটে যাত্রীদের পায়ের কাছে রয়েছে ছোট ছোট গাছের টবও। ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা।

অন্য বিষয়গুলি:

Viral Mumbai Auto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy