Advertisement
২২ জানুয়ারি ২০২৫

মায়া-মুক্ত দলে মুলায়ম ফের সক্রিয়, লক্ষ্য ভোট

উত্তরপ্রদেশের রাজনৈতিক সূত্রের বক্তব্য, এসপি-র প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব আবার পুরনো অবতারে ফিরেছেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০৩:৫৩
Share: Save:

ছেলের কাছ থেকে ‘বুয়া’ সরে যেতেই ফিরে এসেছেন বাবা! লোকসভা ভোটে ব্যর্থতার পর বিক্ষুব্ধদের কাছে টেনে যদুবংশকে ফের জোড়া লাগানোর চেষ্টা করছেন সক্রিয় ভাবে। লখনউয়ে দলের অফিসে নিজস্ব ঘরটিতে তাঁকে বিশেষ একটা দেখা যায়নি ভোটের আগে। এখন রোজ সকালে সেখানে বসে রাজ্যের বিভিন্ন প্রান্তের দলীয় নেতাদের কাছ থেকে ‘ফিডব্যাক’ নিচ্ছেন সমাজবাদী পার্টি (এসপি)-র ‘নেতাজি’। বুথ ধরে ধরে খুঁজছেন পরাজয়ের কারণ।

উত্তরপ্রদেশের রাজনৈতিক সূত্রের বক্তব্য, এসপি-র প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব আবার পুরনো অবতারে ফিরেছেন। ছেলে অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন ইদের অনুষ্ঠানেও। ঘনিষ্ঠ শিবিরে বলেছেন, লোকসভা পরাজয়ে ভেঙে না-পড়ে ২০২২-এর বিধানসভা ভোটের জন্য তৈরি হতে হবে এখন। রাজ্যে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে জনতার যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে।

অখিলেশ সম্প্রতি জানিয়েছেন, বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে জোট গড়াটা ছিল তাঁর একটা পরীক্ষা। এক জন বিজ্ঞানের ছাত্র হিসেবে তিনি জানেন, পরীক্ষায় পাশ-ফেল দুই-ই থাকে। কিন্তু অখিলেশের এই ‘পরীক্ষা’ শুরুর সময়েই প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন পোড় খাওয়া মুলায়ম। ভোটের মুখে এমন কথাবার্তা বলতে এবং আচরণ করতে শুরু করেন, যা স্পষ্ট ভাবেই ছেলের রাজনৈতিক অবস্থানের বিরোধী। নিয়মিত বৈঠক চালিয়ে যান বিক্ষুব্ধ ও দলত্যাগী ভাই শিবপালের সঙ্গে। বিগত লোকসভার শেষ দিনে নরেন্দ্র মোদীকে শুভকামনা জানাতে গিয়ে বলে বসেন, আবার প্রধানমন্ত্রী হোন। দীর্ঘদিনের ব্যবধানে নিজের কেন্দ্রে প্রচার মঞ্চে মায়াবতীর পাশে বসতে হলেও আড়ষ্ট দেখিয়েছে তাঁকে। কথাও বিশেষ বলেননি।

এসপি সূত্র বলছে, এখন যেন অনেকটাই হালকা রয়েছেন ‘নেতাজি’। শিবপাল ও বেশ কিছু বিক্ষুব্ধ নেতাকে নিজের অফিসে ডেকে বোঝাচ্ছেন এসপিতে ফিরে আসার জন্য। এসপির এক নেতার কথায়, ‘‘নেতাজি অভিজ্ঞ রাজনীতিক। প্রথমে নিজের পরিবারে এক্য আনার চেষ্টা করছেন। শিবপালের সঙ্গে তাঁর দীর্ঘ কথা হয়েছে। কী কথা হয়েছে, তা বাইরে আসেনি। তবে এটা আমরা জানি যে, মুলায়ম বরাবর চান, শিবপালকে এসপি-র মঞ্চে ফিরিয়ে আনতে।’’ মুলায়ম এবং অখিলেশের ঘনিষ্ঠ নেতা কিরণময় নন্দের বক্তব্য, ‘‘নেতাজি বেশ কিছু দিন ধরেই নিয়মিত অফিসে আসছেন। আমরা এখন বুথ ধরে ধরে সমীক্ষা করছি। দলের ভিতরে কোনও সমস্যা নেই। চেষ্টা, একজোট হয়ে ২০২২এ ঝাঁপানোর।’’ আগামী বিধানসভায় ফের কোনও দলের সঙ্গে জোট গড়ার কথা এখনও পর্যন্ত এসপি নেতারা ভাবছেন না।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Mulayam Singh Yadav Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy