ধর্ষণে অভিযুক্তের বাড়িতে বুলডোজ়ার নিয়ে হাজির মহিলা পুলিশকর্মীরা। ছবি: সংগৃহীত।
ধর্ষণে অভিযুক্ত এক যুবকের বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ পুলিশ। অভিযুক্তের নাম কৌশল কিশোর চৌবে। কয়েক দিন আগেই তাঁর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। কৌশলকে গ্রেফতারও করেছে পুলিশ।
শুক্রবার কৌশলের বাড়িতে বুলডোজ়ার নিয়ে যায় পুলিশ। তাদের দাবি, সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছিলেন কৌশলরা। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে ধর্ষণের সঙ্গে এই ঘটনার যোগ খুঁজে পাচ্ছেন অনেকেই। যদিও পুলিশ দাবি করেছে, ধর্ষণের ঘটনার সঙ্গে অভিযুক্তের বাড়ি ভাঙার কোনও সম্পর্ক নেই। শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোলে।
#WATCH | Shahdol, Madhya Pradesh: District administration demolished houses of 2 rape accused in Chuniya village pic.twitter.com/5QzR6ymwqt
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 10, 2023
এই ঘটনা একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক দল মহিলা পুলিশ আধিকারিক বুলডোজ়ার চালিয়ে কৌশলের বাড়িতে আসেন। তার পর বাড়ি ভাঙা শুরু করেন। ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক প্রশিতা কুর্মি বলেন, “কৌশল কিশোর বেআইনি ভাবে বাড়ি তৈরি করেছিলেন। মহিলার পুলিশকর্মীরা ওঁর বাড়ি ভেঙে দিয়েছেন। খুব ভাল কাজ করেছেন ওঁরা। এই ধরনের কাজ চালিয়ে যাওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, শুধু কৌশল কিশোরই নন, কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরও তিন জনের বিরুদ্ধে। অভিযুক্ত তিন জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার গ্রেফতার করা হয়েছে কৌশলকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy