সন্দীপ মহেশ্বরীর মুকুটে নতুন পালক।
কী করে ভাল থাকবেন, কী করে সফল হবেন তার পরামর্শ দেওয়াই পেশা সন্দীপ মহেশ্বরীর। নেট মাধ্যমে তাঁর ভিডিয়ো মানেই লাইক, কমেন্টের ছড়াছড়ি। লাফিয়ে লাফিয়ে বাড়ে ভিউস। এ বার সেই ভিডিয়োর দৌলতেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেলেন সন্দীপ। বৃহস্পতিবার নিজেই সে কথা ফেসবুকে জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘এই খবর জানাতে পেরে আমি খুব খুশি যে আমার লাইফ চেঞ্জিং সেমিনার ভিডিয়োর দর্শক সংখ্যায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছে।’ এই কৃতিত্বের জন্য তিনি যে শংসাপত্র পেয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে, ওই ভিডিয়োটি মোট তিন কোটি সাত লাখ ৫৩ হাজার ৬৭৫ বার দেখা হয়েছে।
আদতে ফোটোগ্রাফার হলেও বিনামূল্যে সাধারণ মানুষকে সাফল্য অর্জনের পথ দেখানো ও পরামর্শ দেওয়ার কাজের জন্যই বেশি খ্যাতি সন্দীপের। মধ্যবিত্ত পরিবারের সন্তান সন্দীপের ব্র্যান্ড হয়ে ওঠার পিছনেও রয়েছে অনেক কাহিনি। জানা যায়, কলেজ জীবনে লেখাপড়া শেষ করতে পারেননি। ব্যবসাতেও সে ভাবে মেলেনি সাফল্য। ভারতের সেরা তিন মোটিভেশনাল স্পিকারের তালিকায় চলে আসার আগে আরও নানা কাজ করেছেন। ছবি তোলার ক্ষেত্রেও বিশ্ব রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। আর ইউটিউবার হিসেবেও পেয়েছেন অনেক সম্মান।
দেশে ও দেশের বাইরে অনেক সেমিনারে প্রেরণাদায়ক বক্তৃতা করেছেন। করোনাকালে শুরু করেন অনলাইন বক্তৃতা। সরাসরি প্রশ্নের উত্তর দেওয়াও শুরু করেন। অতীতেও এই কাজের জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি। এ বার তাঁর মুকুটে যুক্ত হল একটি উজ্জ্বল পালক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy