Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
Andhra Pradesh

অন্ধ্রের শহরে অজানা রোগ, হাসপাতালে ভর্তি ২০০-র বেশি

অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরের দুশোর বেশি বাসিন্দা খিঁচুনি, কাঁপুনি, মাথা ঘুরে পড়ে যাওয়া ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ১৮:১৫
Share: Save:

করোনার মধ্যে ভিন্ন রোগের আতঙ্ক অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে। সম্প্রতি ওই শহরের দুশোর বেশি বাসিন্দা খিঁচুনি, কাঁপুনি, মাথা ঘুরে পড়ে যাওয়া ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। আর তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের কপালে।

সরকারি সূত্র মতে, শিশু এবং মহিলা-সহ ২২৮ জন ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে ভর্তি। এর মধ্যে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে ৭৬ জনকে। আক্রান্তরা বিভিন্ন বয়সের। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হল, আক্রান্তরা সকলেই ইলুরু শহরেরই বাসিন্দা। এমনকি তাঁরা একসঙ্গে কোনও অনুষ্ঠানে যোগও দেননি। তার জেরে রোগের উৎস নিয়ে কিছুটা বিভ্রান্ত চিকিৎসকরাও।

‘রহস্যজনক’ রোগের খবর পাওয়ার পর ইলুরুতে পাঠানো হয় চিকিৎসকদের একটি দল। তাঁরা ওই রোগের উপসর্গ খতিয়ে দেখেন। রোগীদের রক্তপরীক্ষাও করা হয়। তবে তাতে অস্বাভাবিক কিছু মেলেনি বলেই অন্ধ্রপ্রদেশ সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: ২২-এ অর্থনীতি ফিরবে কোভিডের আগের অবস্থায়: নীতি আয়োগ

আরও পড়ুন: বিলগ্নিতে অংশ নয়, পরামর্শ পাইলটদের

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আলা নানি রবিবার বলেন, ‘‘আক্রান্তদের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তা নেগেটিভ এসেছে।’’ জরুরি ভিত্তিতে ইলুরুতে ১৫০ শয্যা এবং বিজয়ওয়াড়ায় আরও ৫০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন নানি। যে সব জায়গায় আক্রান্ত রয়েছেন সেখানে ডোর টু ডোর সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছে। খোলা হচ্ছে মেডিক্যাল ক্যাম্পও। রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি বলেন, ‘‘জীবনের কোনও ভয় নেই। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ারও কোনও কারণ নেই। সরকার প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করছে।’’

অন্য বিষয়গুলি:

Andhra Pradesh Eluru
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy