বিশ্বের সবচেয়ে পছন্দের ব্যক্তিত্বদের মধ্যে দশম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে’র এক সমীক্ষা অনুযায়ী মঙ্গলবার এ তথ্য সামনে এসেছে। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা।
বিশ্ব জুড়ে ১২৫টি দেশের ২৮৫টি শহরে এই সমীক্ষা চালিয়েছে ফোরাম। ১০৮৪ জনের মধ্যে মোদী পেয়েছেন মোট তিন শতাংশ ভোট। তালিকার প্রথম দশে স্থান পেয়েছেন মহাত্মা গাঁধীও। ১২.৪ শতাংশ জনের পছন্দের মানুষ হলেন তিনি। পাশাপাশি, তালিকায় এক নম্বরে থাকা ম্যান্ডেলার পক্ষে সায় দিয়েছেন ২০.১ শতাংশ মানুষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy