Advertisement
২৮ নভেম্বর ২০২৪
Lok Sabha Election 2024

তিন ভোটব্যাঙ্ক নজরে, প্রকল্পে সায় মন্ত্রিসভার

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তীসগঢ়ে ভোট প্রচারে ঘোষণা করেছিলেন, আরও পাঁচ বছর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রায় ৮০ কোটি মানুষকেবিনামূল্যে রেশন বিলি হবে।

narendra modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ০৭:৫৫
Share: Save:

গরিব। মহিলা। আদিবাসী। পাখির চোখ তিন ভোটব্যাঙ্ক।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মেটার আগেই লোকসভা নির্বাচনে এই তিন ভোটব্যাঙ্কের মন জিততে মোদী সরকার মাঠে নেমে পড়ল। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদের বৈঠক বসেছিল। গ্রামের মহিলা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে সিদ্ধান্ত হয়েছে, মহিলাদের ১৫হাজার স্বনির্ভর গোষ্ঠীকে চাষের জমিতে সার ছড়ানোর জন্য ড্রোন জোগানো হবে। এই প্রকল্পে আগামী দু’বছরে ১,২৬১ কোটি টাকার প্রকল্পে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আদিবাসীদের মধ্যে দুর্বল ৭৫টি সম্প্রদায়ের উন্নয়নে ২৪,১০৪ কোটি টাকার পিএম-জনমন (জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান)-এও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মধ্যে রাজ্যগুলি অবশ্য ৮,৭৬৮ কোটি টাকা দেবে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তীসগঢ়ে ভোট প্রচারে ঘোষণা করেছিলেন, আরও পাঁচ বছর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রায় ৮০ কোটি মানুষকেবিনামূল্যে রেশন বিলি হবে। সেই ঘোষণার ২৪ দিন পরে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। ২০১৪-এর ১ জানুয়ারি থেকে আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণঅন্ন যোজনায় ৮১.৩৫ কোটিমানুষকে বিনা মূল্যে রেশন বিলি করতে ১১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা ব্যয় হবে।গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে ঘোষণা করেছিলেন, তিনি গ্রামে অঙ্গনওয়াড়ি দিদি, দাওয়াইওয়ালি দিদি-র মতো ‘লাখপতি দিদি’ দেখতে চান। তার জন্য মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। সেই লক্ষ্যেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, দু’বছরে ১৫ হাজার বাছাই করা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ড্রোন দেওয়া হবে। যে মহিলা ড্রোন চালানোর প্রশিক্ষণ পাবেন, তাঁদের ‘ড্রোন সখী’ তকমার সঙ্গে ১৫ হাজার টাকা মাসিক ভাতা পাবেন। তাঁর সহকারী পাবেন ১০ হাজার টাকা। ড্রোন মেরামতির দায়িত্বে থাকা কর্মীরা পাবেন মাসে ৫ হাজার টাকা। চাষের কাছে ড্রোন ব্যবহার করে স্বনির্ভর গোষ্ঠীগুলির বছরে ১ লক্ষ টাকা আয় হবে বলে সরকারের অনুমান।নরেন্দ্র মোদীর মহিলা ভোটব্যাঙ্ক ধরে রাখার পাশাপাশি আদিবাসী মন জিততেও মোদী সরকারমরিয়া। ২০১৯-এ লোকসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এলেও ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের মতো বিভিন্ন রাজ্যে তফসিলি জনজাতির জন্য সংরক্ষিত আসনগুলিতে বিজেপি ভাল করেনি। আদিবাসীদের বার্তা দিতে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করারসিদ্ধান্ত হয়। এবার ১৮টি রাজ্যের ২২০টি জেলায় পিএম-জনমন অভিযান শুরুর সিদ্ধান্ত হয়েছে। যাতে আদিবাসী এলাকায় সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের হিসেবে, ২৮ লক্ষের বেশি মানুষ এর ফলেউপকৃত হবেন।

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy