Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Viral Video

মুক্তি পেয়ে জেলের সামনেই ব্রেকডান্স আনন্দে আত্মহারা যুবকের! করলেন ‘ধনুকভাঙা পণ’, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম শিব। তিনি উত্তরপ্রদেশের চিবরামউয়ের বাসিন্দা। বছরখানেক আগে নিগ্রহের একটি মামলায় তাঁকে এক বছরের জেলের সাজা শুনিয়েছিল আদালত।

Video of man dancing after getting released from prison

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৩:৩৬
Share: Save:

এগারো মাস জেলবন্দি অবস্থায় থাকার পর অবশেষে মুক্তি। আনন্দে আত্মহারা হয়ে কারাগারের বাইরেই ‘ব্রেকডান্স’ (এক বিশেষ ধরনের নৃত্য) করতে শুরু করলেন যুবক। যুবকের ওই বিশেষ নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন জেলকর্তারাও। উত্তরপ্রদেশের কনৌজের ঘটনা। জেল থেকে সদ্য মুক্তি পাওয়া ওই যুবকের নাচের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম শিব। তিনি উত্তরপ্রদেশের চিবরামউয়ের বাসিন্দা। বছরখানেক আগে নিগ্রহের একটি মামলায় তাঁকে এক বছরের জেলের সাজা শুনিয়েছিল আদালত। হাজার টাকা জরিমানাও করা হয়েছিল। কিন্তু পরিবারে কেউ না থাকার কারণে নিজের জামিন বা মুক্তির জন্য কোনও উকিল নিয়োগ করতে পারেননি শিব। তাঁকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় একটি অসরকারি সংস্থা এবং সেই সংস্থাই শিবের জামিনের ব্যবস্থা করে। এর পরে জেল থেকে মুক্তি পান শিব। উল্লেখ্য, জেল থেকে বেরিয়েই ‘ধনুকভাঙা পণ’ করেছেন শিব। জানিয়েছেন, আর কোনও দিন অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ তিনি রাখবেন না। জেলের মধ্যে তিনি অল্পবিস্তর পড়াশোনা শিখেছেন বলেও জানিয়েছেন।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কনৌজ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলের ঠিক বাইরেই নাচতে শুরু করেন শিব। হাত-পা বেঁকিয়ে ‘ব্রেকডান্স’ করেন তিনি। তাঁর নাচ দেখে হাততালি দিতে শুরু করেন ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী এবং জেলকর্তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

এক্স হ্যান্ডলে পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। শিবের নাচের প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ।

অন্য বিষয়গুলি:

Viral Video man Prison
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy