টুইটারে মোদীকে বিঁধলেন গুজরাতের কংগ্রেস নেতা ভারত সোলাঙ্কি।
ঘূর্ণিঝ়ড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্র্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ডাক পান বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু গুজরাতে ঘূর্ণিঝড়ে টাউটের পর মোদীর প্রশাসনিক বৈঠকে ডাক পাননি সে রাজ্যের বিরোধী দলনেতা কংগ্রেসের পরেশ ধনানি। কেন এমন উলটপুরাণ? বিশেষত, মোদীর নিজের রাজ্যে?
বৃহস্পতিবার মোদীর বাংলা সফরে যে বিতর্কের জন্ম হয়েছে, তাতে এ ভাবেই মোদীকে বিঁধেছেন গুজরাতের কংগ্রেস নেতা ভারত সোলাঙ্কি। সোলাঙ্কি শুক্রবার রাতে একটি টুইটে এই প্রশ্নই করেছেন। তার পর বহু সময় কেটে গিয়েছে। বিজেপি বা কেন্দ্রীয় সরকারের তরফে ওই প্রশ্নের কোনও জবাব নেটমাধ্যমে চোখে পড়েনি।
শুক্রবার মোদীর পর্যালোচনা বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকায় (যদিও মমতা মোদীর সঙ্গে আলাদা দেখা করে তাঁকে ক্ষয়ক্ষতির নথি দিয়ে এসেছিলেন। তার পর প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই তিনি দিঘায় পূর্ব নির্ধারিত প্রশাসনিক বৈঠকে যান। যা মমতা নিজেই পরে জানিয়েছিলেন)। তবে ঘটনাচক্রে, ওই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে ডাকায় তাঁর আপত্তি ছিল। যা নবান্ন থেকে দিল্লিকে বৃহস্পতিবারেই জানিয়ে দেওয়া হয়।
মমতা পর্যালোচনা বৈঠকে অংশ না নেওয়ায় শুক্রবার সন্ধ্যা থেকেই বিজেপি-র যাবতীয় প্রথমসারির নেতা তাঁকে টুইটারে সমালোচনায় বিদ্ধ করতে থাকেন। তার পরেই রাত সাড়ে ১০টা নাগাদ টুইটে সোলাঙ্কি লেখেন, ‘শুনে ভাল লাগছে, ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠকে বিরোধী দলনেতাকে ডেকেছেন নরেন্দ্র মোদী। কিন্তু গুজরাতে টাউটে পরবর্তী প্রশাসনিক বৈঠকে কিন্তু ডাক পাননি এখানকার বিরোধী দলনেতা’। প্রসঙ্গত, টাইটের পর গুজরাতের অবস্থা পরিদর্শনে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে বৈঠক করেছিলেন মোদী।
It is good to know that @PMOIndia has invited leader of Opposition in Bengal as well to the meeting being convened to discuss #YaasCyclone aftermath!
— Bharat Solanki (@BharatSolankee) May 28, 2021
I am surprised why he forgot to invite opposition leader of #Gujarat during his recent visit to #TauktaeCyclone affected areas?
সোলাঙ্কির আগেই বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব টুইটারে লেখেন, ‘ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বাংলায় গিয়ে প্রশাসনিক বৈঠকে বিরোধী দলনেতাকে ডেকেছেন প্রধানমন্ত্রী। তা দেখে ভাল লাগছে। কিন্তু যে রাজ্যে বিরোধী দলনেতা বিজেপি-র কেউ নন, সে রাজ্যে কি তাঁরা এই ধরনের প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন’? প্রসঙ্গত, শুক্রবার ওড়িশাতেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে বৈঠক করেন মোদী। ডাক পেয়েছিলেন সে রাজ্যের বিরোধী দলনেতাও, ঘটনাচক্রে যিনি বিজেপি-র।
It is good to know that @PMOIndia has invited leader of Opposition in Bengal Legislative Assembly as well to the meeting being convened to discuss #YaasCyclone aftermath!
— Tejashwi Yadav (@yadavtejashwi) May 28, 2021
I hope this precedent is followed even when Leader of Opposition is not from BJP! As is the case with Bihar!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy