প্রথমে ছক করে অপহরণ। তার পর অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছিল গায়ে। গুরুতর দগ্ধ অবস্থায় এক দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হল কিশোরীর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহায়।
আরও পড়ুন:
আমরোহার পাথরা গ্রামে সোমবার সকালে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করা হয়। অভিযোগ, অপহরণ করেন গ্রামেরই এক প্রৌঢ় ও তাঁর ছেলে। এর পর কিশোরীর গায়ে অ্যাসিডও ঢেলে দেন তাঁরা। গুরুতর জখম অবস্থায় কোনও মতে বাড়ি ফেরে কিশোরী। দ্রুত তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে মীরটের হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে তার।
স্থানীয়েরা মনে করছেন, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটিয়েছেন বাবা-ছেলে। কিশোরীর মৃত্যুর পরেই উত্তেজনা ছড়িয়েছে গ্রামে। দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।