জনশূন্য দিল্লির রাস্তা। ছবি: পিটিআই।
দেশ জুড়ে করোনা আতঙ্কের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। মাত্র কয়েক সেকেন্ডই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। তাতে ক্ষয়ক্ষতি তেমন হয়নি।
রবিবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ রাজধানী ও সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। বলা হয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমানা সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৫।
করোনার প্রকোপ রুখতে এমনিতেই দেশজুড়ে লকডাউন জারি রয়েছে। বাড়ির বাইরে পা রাখছেন না কেউ। এমন পরিস্থিতিতে সকলে যাতে নিরাপদ থাকেন, তার জন্য টুইটারে বার্তা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি লেখেন, ‘‘দিল্লিতে কম্পন অনভূত হয়েছে। আশাকরি সকলে নিরাপদে রয়েছেন। আপনাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’’
Tremors felt in Delhi. Hope everyone is safe. I pray for the safety of each one of you.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 12, 2020
কেজরীবালের টুইট।
আরও পড়ুন: ‘উপায় নেই ভিক্ষা করতে বেরনোরও’, করোনায় অনাহারের আতঙ্ক ঝাড়খণ্ডে
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু দেশে, করোনায় আক্রান্ত বেড়ে ৮৪৪৭
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy