Advertisement
০৫ নভেম্বর ২০২৪
MIG-29 Crash

ফের মিগ-২৯ দুর্ঘটনা! আছড়ে পড়ল আগরার কাছে, দু’মাসে দ্বিতীয় বার দুর্ঘটনার কবলে বায়ুসেনার যুদ্ধবিমান

সোমবার দুপুরে আগরার কাছে একটি গ্রামে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে বায়ুসেনা।

সোমবার দুপুরে আগরার কাছে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান।

সোমবার দুপুরে আগরার কাছে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৮:৩৯
Share: Save:

উত্তরপ্রদেশের আগরার কাছে সোমবার দুপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান। গত দু’মাসে এই নিয়ে দ্বিতীয় বার দুর্ঘটনা। সেপ্টেম্বরে রাজস্থানের পর এ বার উত্তরপ্রদেশে। দুর্ঘটনার আগেই বিমান থেকে নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন পাইলট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যুদ্ধবিমানটি পঞ্জাবের আদমপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল এবং আগরার দিকে যাচ্ছিল। সেই সময়েই আগরার কাছে সোনগা গ্রামে ভেঙে পড়ে মিগ-২৯ যুদ্ধবিমান।

সতর্ক পাইলট বিমানটি ত্যাগ করার আগে গ্রামের বসতি এলাকা থেকে দূরে একটি ফাঁকা মাঠের দিকে সেটি এগিয়ে নিয়ে যান। ওই মাঠেই ভেঙে পড়ে বিমানটি। গ্রামের বসতিপূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়লে সাধারণ মানুষের জখম হওয়া বা প্রাণহানির আশঙ্কা ছিল। পাইলটের দক্ষতায় তা এড়ানো সম্ভব হয়েছে।

যুদ্ধবিমানটি মাঠে আছড়ে পড়তেই আগুন ধরে যায় তাতে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বায়ুসেনার প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। বাহিনীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণ চলার সময়েই এই গোলযোগ হয়। পাইলটের দক্ষতার কারণে ফাঁকা জায়গায় বিমানটি আছড়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেছে বায়ুসেনা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ অনুসন্ধানও শুরু করা হয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বরও একটি মিগ-২৯ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজস্থানের বারমেরের কাছে আছড়ে পড়েছিল বিমানটি। সেই বারও বিমান মাটিতে আছড়ে পড়ার পাইলট নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, রুশ প্রযুক্তিতে তৈরি মিগ-২৯ যুদ্ধবিমানে আধুনিকীকরণও করা হয়েছে। মিগ-২৯ এখন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং একই সঙ্গে বিভিন্ন দিকে আক্রমণ শানাতে দক্ষ।

অন্য বিষয়গুলি:

Indian Air Force MIG-29 Agra Fighter Jet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE