এই ছবিই প্রকাশ্যে এসেছে। ছবি টুইটার।
সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে গোলমাল বাধে বলে জানা গিয়েছে। এই ঘটনায় দু’জন জখম হয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
জানা গিয়েছে, তাপ্তি হস্টেলের কয়েক জন ছাত্রের সঙ্গে অন্য একটি হস্টেলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এ নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, লাঠি হাতে কয়েক জন যুবক ঘোরাফেরা করছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Rightwing goons of #JNU along with outsiders are creating havoc in the campus since last night.Jnu security instrument of harassing students in name of security is allowing goons to operate at their whims. @JNU_official_50 is silent,just like 6th January incident @JNUSUofficial pic.twitter.com/gSIWFGC5x5
— Aronyo (@Blaclys) November 10, 2022
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘‘এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। দুই ছাত্রের মধ্যে গোলমাল হয়। কোনও রাজনৈতিক দল যুক্ত নেই। ব্যক্তিগত কারণে দু’জনের ঝামেলা।’’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy