Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
দিল্লি নগরনিগম কার হাতে? উত্তরের অপেক্ষায় রাজধানীর জনতা।

দিল্লি নগরনিগম কার হাতে? উত্তরের অপেক্ষায় রাজধানীর জনতা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৬:১৮
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:৫০ key status

কোন আসনে কে জিতল?

আপ— ১৩৪

বিজেপি— ১০৪

কংগ্রেস— ৯

অন্যান্য— ৩

ওয়ার্ডে জয়ী হয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:০৭ key status

ঘোষিত ওয়ার্ডের নিরিখে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেল আপ

ঘোষিত ওয়ার্ডের নিরিখে সংখ্যাগরিষ্ঠতা (১২৬টি ওয়ার্ড) পেরিয়ে গেল আপ। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আপ জিতেছে ১২৬টি ওয়ার্ড। বিজেপি ৯৭টি ওয়ার্ডে জয়লাভ করেছে। 

Advertisement
timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৩:৫৮ key status

এই মুহূর্তে কী অবস্থা দিল্লি নগরনিগমের?

আপ— ১৩২

বিজেপি— ১০৫

কংগ্রেস— ৮

অন্যান্য— ৫

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৩:২৪ key status

‘‘মানুষ বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন, এই ফল তার প্রমাণ’’

‘‘বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ। তারই প্রমাণ দিল্লি নগরনিগমের ফলাফল’’, বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৩:২০ key status

এই মুহূর্তে কী অবস্থা দিল্লির?

আপ— ১৩০

বিজেপি— ১০৭

কংগ্রেস— ৮

অন্যান্য— ৫

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৩:০০ key status

কেজরীওয়াল সেজে আসর মাতাচ্ছে খুদে!

Advertisement
timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১২:৫৬ key status

আপের সদর দফতরে উৎসব শুরু

আম আদমি পার্টির দিল্লির দফতরে উৎসবের মেজাজ, বাজছে ঢাক, ঢোল।

আম আদমি পার্টির দিল্লির দফতরে উৎসবের মেজাজ, বাজছে ঢাক, ঢোল। ছবি: পিটিআই।

দিল্লি বিধানসভার পর এ বার দিল্লি পুরনিগমও হাতে চলে এল আপের। সকাল থেকেই প্রবণতা বুঝতে পেরে আপের দফতরে সমর্থকদের ভিড়। বাজছে ঢাক, ঢোল। ফাটছে বাজি। চত্বর জুড়ে উৎসবের মেজাজ। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১২:৫০ key status

এই মুহূর্তে কী অবস্থা দিল্লি নগরনিগমের?

আপ— ১৩৫

বিজেপি— ১০২

কংগ্রেস— ৯

অন্যান্য— ৪

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১২:৪০ key status

দিল্লির বিধানসভার মতোই পুরসভাতেও আপ-রাজ

‘‘দিল্লির রণাঙ্গনে ছোট দল আম আদমি পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল বিজেপিকে হারিয়ে দিচ্ছে। এটা থেকে একটা বার্তা স্পষ্ট, মানুষ বিজেপিকে চাইছে না।’’ বললেন আপ সাংসদ রাঘব চাড্ডা। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১২:২৬ key status

এই মুহূর্তে কী অবস্থা দিল্লির?

আপ— ১৩২

বিজেপি— ১০৪

কংগ্রেস— ১১

অন্যান্য— ৩

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১১:৫১ key status

কী বলছে গণনার প্রবণতা?

আপ— ১৩৬

বিজেপি— ১০০

কংগ্রেস— ১০

অন্যান্য— ৪

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১১:৪৫ key status

কী অবস্থা দিল্লির?

আপ— ১৩৫

বিজেপি— ১০০

কংগ্রেস— ১১

অন্যান্য— ৪

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১১:৩৪ key status

কী অবস্থা দিল্লির?

আপ— ১৩১

বিজেপি— ১০৩

কংগ্রেস— ১১

অন্যান্য— ৫

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১১:২১ key status

এই মুহূর্তে কী অবস্থা দিল্লি নগরনিগমের?

আপ— ১২৯

বিজেপি— ১০৫

কংগ্রেস— ১১

অন্যান্য— ৫

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১১:১২ key status

এই মুহূর্তে কী অবস্থা দিল্লির?

আপ— ১৩০

বিজেপি— ১০৪

কংগ্রেস— ১১

অন্যান্য— ৫

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১১:০৫ key status

আরও এগোচ্ছে কেজরীওয়ালের আপ

আপ— ১২৮

বিজেপি— ১০৬

কংগ্রেস— ১১

অন্যান্য— ৫

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১০:৪৬ key status

ব্যবধান বাড়াচ্ছে আপ, পিছিয়ে পড়ছে বিজেপি

আপ— ১২৯

বিজেপি— ১০৫

কংগ্রেস— ১১

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১০:০১ key status

বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল আপ

আপ— ১২৩

বিজেপি— ১১৫

কংগ্রেস— ৭

অন্যান্য— ৫

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৯:৪৩ key status

১১৯টি করে ওয়ার্ডে এগিয়ে আপ ও বিজেপি

আপ— ১১৯

বিজেপি— ১১৯

কংগ্রেস— ৪

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৯:৩২ key status

রাজধানীতে পুরনিগম দখলে আপ-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই

গণনার প্রাথমিক পর্যায় অনুযায়ী, 

আপ— ১২৭

বিজেপি— ১১৯

কংগ্রেস— ৩ 

ওয়ার্ডে এগিয়ে রয়েছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy