দারিদ্র, অপুষ্টি এবং বৈবাহিক ধর্ষণ। তার পর মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে ৩ বার আত্মহত্যার চেষ্টা। জীবনের ২০টি বছর এ ভাবেই কাটিয়েছেন একতা কপূর। কোনও ফিল্মের নায়িকার থেকে কম যান না বাস্তবের এই একতা। কিন্তু সমস্ত দুর্গম পরিস্থিতিকে জয় করে বাস্তবের একতা আজ এক প্রতিষ্ঠিত ফিটনেস প্রশিক্ষক। আন্তর্জাতিক মহলেও তিনি পরিচিত ফিটনেস প্রশিক্ষক এবং জাতীয় স্তরে এক জন সোনাজয়ী ভারোত্তোলক।