Advertisement
২২ নভেম্বর ২০২৪

পাঁচ বছরে মুছে যাবে মাওবাদী সমস্যা: শাহ

ভবিষ্যতে সাইবার ক্রাইমই গোয়েন্দাদের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে এ দিনের অনুষ্ঠানে জানিয়েছেন অমিত শাহ।

অমিত শাহ। ফাইল চিত্র।

অমিত শাহ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৩:১২
Share: Save:

আগামী পাঁচ বছরে দেশ থেকে মাওবাদী সমস্যা ও উত্তর-পূর্বের জঙ্গি উপদ্রব মুছে ফেলা সম্ভব হবে বলে দিল্লিতে ইনটেলিজেন্স বুরোর এক অনুষ্ঠানে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভবিষ্যতে সাইবার ক্রাইমই গোয়েন্দাদের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে এ দিনের অনুষ্ঠানে জানিয়েছেন অমিত শাহ। এই ধরনের অপরাধ রুখতে সাইবার বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে আরও বেশি করে গোয়েন্দাদের কাজে ব্যবহার করার সুপারিশ করেন তিনি।

আজ শাহ এ-ও দাবি করেন, ‘‘সরকার সন্ত্রাস দমন প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। মোদী সরকার আগামী পাঁচ বছরে মাওবাদী সমস্যা ও উত্তর-পূর্বের জঙ্গি সমস্যা মুছে ফেলতে বদ্ধপরিকর।’’ তাঁর মতে, ইনটেলিজেন্স বুরোর গোয়েন্দারাই দেশের নিরাপত্তার মূল মস্তিষ্ক ও তাঁদের পরিশ্রমের ফলে গত পাঁচ বছরে একাধিক সন্ত্রাস মডিউল প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে দেশে সক্রিয় সমস্ত গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে দ্রুত তথ্য আদানপ্রদানের উপরেও জোর দিয়েছেন তিনি।

অন্য বিষয়গুলি:

Amit Shah Maoists
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy