গ্রামে জলের হাহাকার। জলকষ্টে যখন অতিষ্ঠ গোটা গ্রাম, প্রশাসনের ‘হুঁশ’ ফেরাতে অভিনব কায়দায় প্রতিবাদে নামলেন গ্রামেরই এক যুবক বজরঙ্গী। গ্রামবাসীদের কাছ থেকে একশোরও বেশি অভিযোগপত্র জোগাড় করে সেটির মালা বানিয়ে গোটা শরীরে জড়িয়ে নেন। তার পর গ্রাম থেকে হামাগুড়ি দিয়ে বিভাগীয় কমিশনারের দফতরে হাজির হন। এক যুবককে ওই ভাবে হামাগুড়ি দিয়ে সরকারি দফতরে হাজির হতে দেখে স্তম্ভিত হয়ে যান অনেকে।
আরও পড়ুন:
ঘটনাটি মধ্যপ্রদেশের সিহরের। বজরঙ্গী বিষাণখেড় গ্রামে বাসিন্দা। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই গ্রামে জলের অভাব। তাঁর অভিযোগ, বার বার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তার পরেও কোনও পদক্ষেপ করা হয়নি। তাই শেষমেশ এ ভাবেই প্রতিবাদের রাস্তায় হেঁটেছেন। বজরঙ্গীর কথায়, ‘‘আমি এখানে জল চাইতে এসেছি। জেলাশাসককে আগেও অভিযোগ জানিয়েছি। এমনকি মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সামনেও বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। তাই গ্রামবাসীদের অভিযোগপত্র নিয়ে কমিশনারের দফতরে হাজির হয়েছি।’’
জনস্বাস্থ্য দফতরের ইঞ্জিনিয়ার প্রদীপ সাক্সেনা জানিয়েছেন, তিনি বিষাণখেড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে জলের সমস্যা রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। গ্রামে ২১০০ জন রয়েছেন। ২০টি টিউবওয়েল রয়েছে। তার মধ্যে ১২টি কাজ করে।