থানার মধ্যে অভিযুক্তের গান এবং নাচের ভিডিয়ো ভাইরাল। ছবি সৌজন্য টুইটার।
পায়ে হাওয়াই চটি। হাতকাটা ফুলছাপ একটি পোশাক, হাফপ্যান্ট পরা। থানার ভিতরেই ‘চার বোতল ভদকা’ গান গাইছেন। আবার নাচতে নাচতে গোঁফে তা-ও দিচ্ছেন। এমনই ভিডিয়ো প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে।
ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, দাবি করা হচ্ছে, তিনি দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের বাড়িতে ভাঙচুর চালানোয় অভিযুক্ত। গ্রেফতার করে তাঁকে থানায় নিয়ে আসা হয়। থানার ভিতরেই তাঁকে হানি সিংহের জনপ্রিয় গান ‘চার বোতল ভদকা’ গানে নাচতে দেখা গেল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
The man who vandalised cars at the residence of @SwatiJaiHind earlier today. 👇🏽 pic.twitter.com/0yaN6XAusT
— Prashant Kumar (@scribe_prashant) October 17, 2022
সোমবার স্বাতী মালিওয়ালের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। টুইটারে সেই ঘটনার কথা স্বাতী নিজেই জানিয়েছেন। অভিযোগ, ওই ব্যক্তি বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, স্বাতী এবং তাঁর মায়ের গাড়িতেও ভাঙচুর চালান ওই ব্যক্তি।
অভিযোগ দায়ের হওয়ার পরই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার পরই থানার মধ্যে অভিযুক্তের গান এবং নাচের সেই ভিডিয়ো ভাইরাল হতেই রাজধানীতে শোরগোল পড়ে গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy