ভারতের বিভিন্ন রাজ্যে একাধিক মামলায় নাম জড়িয়েছিল। এ বার পুলিশের গুলিতে নিহত হলেন বিহারের সেই কুখ্যাত অপরাধী। শনিবার বিহার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, চলতি সপ্তাহে পটনা জেলার জক্কনপুর এলাকায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ওই অপরাধীর। দু’পক্ষের গুলি বিনিময়ে জখম হয়েছেন এক পুলিশকর্মীও।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত অপরাধীর নাম অজয় রাই ওরফে আকাশ যাদব। অতীতে বিহার এবং হরিয়ানায় একাধিক ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। ১০টিরও বেশি মামলায় অভিযুক্ত ওই ব্যক্তিকে দীর্ঘ দিন ধরেই খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে জক্কনপুরে তল্লাশি অভিযান চালায় বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ)। পুলিশের কাছে খবর ছিল, ওই এলাকাতেই সঙ্গীদের নিয়ে গা-ঢাকা দিয়ে রয়েছেন অজয়। পুলিশ সেই গোপন ডেরায় হানা দিলে গুলি চালাতে শুরু করেন অজয়। তখনই পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় ওই অপরাধীর।
আরও পড়ুন:
বিহার পুলিশের এডিজি অমৃত রাজ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অজয়ের পাশাপাশি এসটিএফ-এর এক পুলিশকর্মীও গুলিবিদ্ধ হন। দু’জনকেই উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অজয়কে বাঁচানো যায়নি। তবে আহত পুলিশকর্মীর অবস্থা এখন স্থিতিশীল। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ বেশ কয়েকটি কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অজয় মারা গেলেও তাঁর শাগরেদরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁদের খুঁজতে এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।