বিয়ের পিঁড়িতে বসেও ল্যাপটপে কাজে মগ্ন।
কাজ বড় বালাই! বিয়ের পিঁড়িতে বসেও স্বস্তি নেই। ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর গেরোয় নতুন জীবন শুরু করতে যাওয়ার আগেও ল্যাপটপ কোলে নিয়ে বসতে হচ্ছে হবু বরকে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের ফাঁকে যদি বাকি কাজটা সেরে ফেলা যায়!
নেটমাধ্যমে যে ভিডিয়ো শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসেও এক যুবক ল্যাপটপ নিয়ে কাজে মগ্ন। বিয়ে থামিয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর দায়িত্বটা আগে সেরে ফেলার চেষ্টা করেছেন তিনি। ইনস্টাগ্রামে দুলহানিয়া নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। ক্যাপশনে লেখা— ‘ওয়েলকাম টু ওয়েডিংস ’২১।’
অতিমারি দৈনন্দিন জীবন এবং কর্মজীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। নতুন কিছু শব্দ আমাদের জীবনের সঙ্গে জুড়ে দিয়েছে। ‘ওয়ার্ক ফ্রম হোম’, ‘ওয়াইফাই’, ‘জুম কল’, ‘গুগল মিট’-এর মতো বহু শব্দবন্ধ এর মধ্যে যে পড়ে। ফলে বিয়ে করতে গিয়েও সেই ব্যক্তিকে সর্বদাই সতর্ক থাকতে হচ্ছে, এই বুঝি ডাক পড়ল! অতএব ল্যাপটপকে বগলদাবা করে নিয়ে যাওয়াই ভাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy