এক হাতে ছুরি, এক হাতে পিস্তল নিয়ে রাস্তায় ছুটে বেড়ালেন যুবক। ছবি: টুইটার।
দিল্লির রাস্তায় ভয়াবহ ঘটনা। প্রকাশ্যে নিজের গলায় ছুরি চালিয়ে দিলেন যুবক, তার পর এক হাতে ছুরি, এক হাতে পিস্তল নিয়ে রাস্তায় ছুটে বেড়ালেন বেশ কিছু ক্ষণ। সেই দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়।
ঘটনাটি দিল্লির নাথু কলোনি চক এলাকার। অভিযুক্তের নাম কৃষাণ শেরওয়াল। অভিযোগ, গত ১৬ মার্চ তিনি হঠাৎই রাস্তায় ছুরি নিয়ে বেরিয়ে পড়েন। নিজের গলায় আচমকা ছুরিও চালিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। যুবককে ধরতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। এক পুলিশকর্মীর হাত থেকে যুবক পিস্তল ছিনিয়ে নেন।
পুলিশ তাড়া করলে যুবক ওই পিস্তল দিয়ে শূন্যে এক রাউন্ড গুলিও চালিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, রাস্তায় ওই সময় যাঁরা ছিলেন, তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। যে যে দিকে পেরেছেন, ছুটে পালিয়েছেন। অবশেষে পুলিশ যুবককে ধরে ফেলে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা চলছে। তবে পুলিশ জানতে পেরেছে, যুবকের স্ত্রীর সঙ্গে সম্প্রতি তাঁর বিচ্ছেদ হয়েছে। সেই কারণে তিনি অবসাদে ভুগছিলেন। এ ছাড়া, তাঁর অন্য কোনও মানসিক অসুস্থতা রয়েছে কি না, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
#WATCH | Two PCR calls were received at 6:40 pm & 6:50 pm on 16 March at PS MS Park that a person, Krishan Sherwal had slit his throat with a knife & was running in public near Nathu Colony chowk with a knife & a pistol in his and also opened fire: Delhi Police
— ANI (@ANI) March 17, 2023
(CCTV visuals) pic.twitter.com/l9FyrlIcHd
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy