এমনই দৃশ্য দেখা গিয়েছে তেলঙ্গানায়। ছবি সৌজন্য টুইটার।
স্কুটারের সামনে চাকার উপর বস্তা বাঁধা, পা রাখার জায়গাতে কয়েকটি বাক্স। সিটের উপর জিনিসভর্তি কয়েকটি প্যাকেট। আর স্কুটারের সিটের একদম শেষ প্রান্তে হেলমেট পরে বসে আছেন চালক। বলা ভাল প্রায় ঝুলছিলেন তিনি। রাস্তায় পা ঠেকবে বলে গুটিয়ে রেখেছেন। আর সেই অবস্থাতেই স্কুটারটি চালাচ্ছেন।
মালবোঝাই স্কুটারটি দেখে বুঝে ওঠাই দায় সেটি ঠেলাগাড়ি না কি স্কুটার! সম্প্রতি এমনই একটি ভিডিয়ো নিয়ে বেশ চর্চা হচ্ছে নেটমাধ্যমে। ভিডিয়োটি তেলেঙ্গনার। এক টুইটার গ্রাহক রসিকতা বলেছেন, ‘আমার ৩২ জিবি ফোনের মতো অবস্থা, যার ৩১.৯ জিবিই ডেটায় ভর্তি।’
My 32GB phone carrying 31.9 GB data pic.twitter.com/kk8CRBuDoK
— Sagar (@sagarcasm) June 21, 2022
আর এক টুইটার গ্রাহক আবার বলেছেন, ‘আসলে ওই ব্যক্তি ভাড়ার গাড়ির খরচ বাঁচাতে নিজের গাড়িকেই মালগাড়ি হিসেবে ব্যবহার করছেন।’
ভিডিয়োটি তেলঙ্গানা পুলিশের কাছেও পৌঁছয়। তেলঙ্গানা পুলিশ টুইট করে, ‘মোবাইলের ডেটা নষ্ট হয়ে গেলেও সেগুলি উদ্ধার করা সম্ভব। কিন্তু জীবন নয়…। তাই জনসাধারণকে আবেদন জানাচ্ছি, নিজের জীবনকে বিপদে ফেলবেন না। একই সঙ্গে অন্য কারও জীবনও যাতে আপনার জন্য বিপদে না পড়ে সেই বিষয়টিও খেয়াল রাখবেন।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy