হায়দরাবাদ বিমানবন্দরে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যাত্রীকে। প্রতীকী ছবি।
বিমানে আবার ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠল। বিমানবন্দরে পৌঁছতে দেরি করায় বোর্ডিংয়ের অনুমতি পাননি এক যুবক। সেই কারণে বিমানবন্দরে ফোন করে ভুয়ো বোমাতঙ্ক ছড়ান তিনি। এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি হায়দরাবাদ বিমানবন্দরের।
সোমবার হায়দরাবাদ-চেন্নাইগামী বিমানে বোমা রাখা রয়েছে বলে ফোন করা হয়। এক অজ্ঞাতপরিচয় যুবকের কাছ থেকে এই ফোনের পরই তৎপরতা শুরু হয় হায়দরাবাদ বিমানবন্দরে। বিমানটিতে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। কিন্তু কিছুই পাওয়া যায়নি।
পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, এটা আসলে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। গ্রেফতার করা হয় ওই যুবককে। তাঁকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন যে, ওই বিমানেই চেন্নাই যাওয়ার কথা ছিল যুবকের। বিমানবন্দরে পৌঁছতে দেরি করেন। তাই তাঁকে বোর্ডিংয়ের অনুমতি দেওয়া হয়নি। এই কারণেই ফোন করে বোমাতঙ্ক ছড়ান তিনি। ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সাম্প্রতিক কালে বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জানুয়ারি মাসে দিল্লি বিমানবন্দরে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছিল। পুণেগামী স্পাইসজেটের একটি বিমানে বোমা রাখা রয়েছে হুমকি ফোন দেওয়া হয়েছিল। যার জেরে থমকে গিয়েছিল বিমান। কিন্তু তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। পরে তদন্তে নেমে তাজ্জব বনে যান তদন্তকারীরা। বান্ধবীদের জন্য বিমান যাতে আরও দেরিতে ওড়ে, সে কারণে বোমাতঙ্কের পরিকল্পনা ফাঁদেন ৩ যুবক। তাঁদের এক জনই বিমানবন্দরে ফোন করেন। আর তাতেই হুলস্থুল পড়ে যায়। ওই ৩ যুবকের কীর্তি মনে করিয়েছে আমির খানের বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’-এর কথা। ছবিতে বন্ধু র্যাঞ্চোর খোঁজ পেয়ে তার সঙ্গে দেখা করবে বলে বুকে ব্যথার অভিনয় করে বিমান থেকে নেমে গিয়েছিল ফারহান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy