সাদ রঙের স্কুটি নিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়েছিলেন যুবক। ছবি: সংগৃহীত।
রাস্তায় বেরিয়ে অনেকেই ট্র্যাফিক নিয়মকে অগ্রাহ্য করেন। কখনও হেলমেট না পরে, কখনও বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে, কখনও আবার উল্টো পথে ঢুকে পড়ার মতো ঘটনা আখছার দেখা যায়। যা জেরে হামেশাই দুর্ঘটনার শিকার হন গাড়িচালক থেকে পথচারীরা। কখনও কখনও মৃত্যুর মতো ঘটনাও ঘটে।
পুলিশ এবং প্রশাসনের তরফে বার বার সচেতনতামূলক বার্তা দেওয়ার পরেও অনেকই ট্র্যাফিক আইন লঙ্ঘন করেন। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দুর্ঘটনার সেই ভিডিয়ো দেখে শিউরে উঠতে হয়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভুল লেন ধরে দ্রুত গতিতে এগিয়ে আসছে সাদা রঙের একটি স্কুটি। সেটি চালাচ্ছিলেন এক যুবক। মাথায় হেলমেট ছিল না তাঁর। সেই লেন ধরেই এগিয়ে যাচ্ছিল একটি গাড়ি। স্কুটিতে থাকা ওই যুবক সজোরে এসে ধাক্কা মারেন গাড়িতে। কয়েক ফুট উঁচুতে উঠে আছড়ে পড়েন। গাড়ির উইন্ডশিল্ডে চিড় ধরে যায়। গাড়ির সামনে থাকা ড্যাশক্যামে ভয়ঙ্কর সেই দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে।
#WrongSideDriving that took life of a young man.
— Surya Reddy (@jsuryareddy) April 3, 2023
Car #CCTV:
A man dies, after his scooter hits a car, while driving wrong side on Vijayawada-Machilipatnam National Highway at Gandigunta flyover in Vuyyuru Mandal of #Krishna district. #RoadSafety #RoadAccident #AndhraPradesh pic.twitter.com/kNCq16LBML
পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বিজয়ওয়াড়া-মচিলিপত্তনম জাতীয় সড়কে গান্ডিগুন্টা উড়ালপুলে। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy