ট্রেনের দরজায় দাঁড়িয়ে অন্য ট্রেনের যাত্রীদের উপর হামলা অভিযোগ যুবকের বিরুদ্ধে। ছবি: টুইটার।
ট্রেনের দরজায় দাঁড়িয়ে উল্টো দিকের ট্রেনের দরজায় বসে থাকা যাত্রীদের বেল্ট দিয়ে মার! এ রকমই এক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। ভিডিয়ো প্রকাশের পর সক্রিয় হয়েছে ভারতীয় রেল। পূর্ব-মধ্য রেলওয়ে জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। ভিডিয়োটি টুইটারে যিনি পোস্ট করেছেন, তাঁর দাবি, বিহারের ছাপরা জেলা দিয়ে ট্রেনটি যাওয়ার সময় এই কাণ্ড ঘটান ওই যুবক। যদিও ঠিক কোথায় এই কাণ্ড ঘটেছে, রেলের তরফে কিছু জানানো হয়নি।
ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রেনের দরজায় বেল্ট হাতে দাঁড়িয়ে রয়েছেন সাদা জামা পরা এক যুবক। সামনে দিয়ে বিপরীত দিকে ছুটছে আর একটি ট্রেন। সেই ট্রেনের দরজায় বসে থাকা যাত্রীদের হাত বাড়িয়ে বেল্ট দিয়ে মারতে থাকেন ওই যাত্রী। ভিডিয়ো পোস্ট করে জনৈক লিখেছেন, ‘‘অন্য ট্রেনের দরজায় বসে থাকা যাত্রীদের বেল্ট নিয়ে মারছেন এই ট্রেনের যাত্রী। এটা কি সত্যি? এর মারের কারণে উল্টো দিকের ট্রেনের দরজায় যাঁরা বসে রয়েছেন, তাঁরা পড়ে যেতে পারেন। বড় দুর্ঘটনা হতে পারে। এই ধরনের সমাজবিরোধী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত।’’
এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর পূর্ব-মধ্য রেলওয়ে টুইটারে লিখেছে, ‘‘আমাদের জানানোর জন্য ধন্যবাদ। পদক্ষেপ করা হচ্ছে।’’ ভিডিয়োটি পোস্ট করার পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা ৪ লক্ষ ১৫ হাজার বার দেখা হয়েছে। বহু সমাজ মাধ্যম ব্যবহারকারী এই অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন।
यह व्यक्ति दुसरे ट्रेन में दरवाजे के पास बैठे लोगों को बेल्ट से मार रहा है, क्या यह सही है 🤔
— देव 🚩 (@I_DEV_1993) July 7, 2023
इस व्यक्ति के बेल्ट से मारने के कारण दरवाजे में बैठा व्यक्ति ट्रेन से गिर भी सकतें है,बड़ी दुर्घटना भी हो सकती है
कृपया ऐसे आसामाजिक आतंकी लोगों पर कड़ी कार्यवाही करें 🙏@RailMinIndia… pic.twitter.com/BQEgHWe9rO
अवगत कराने के लिए धन्यवाद, कार्रवाई सुनिश्चित की जा रही है।
— East Central Railway (@ECRlyHJP) July 7, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy