রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য অনেক ক্ষণ ধরেই চেষ্টা করছিলেন এক অটোচালক। কিন্তু যানজটের কারণে রাস্তার অন্য পাশে যেতে পারছিলেন না। শেষমেশ সামনে থাকা পথচারীদের ব্যবহারের জন্য ফুট ওভারব্রিজে অটো তুলে দেন।
অবাক করা এই দৃশ্য শুক্রবার ধরা পড়েছে মুম্বই-আমদাবাদ হাইওয়েতে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারে। অটোচালকের ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ চালকের খোঁজ শুরু করেছে।
Bas yahi dekhna baaki tha! pic.twitter.com/wuAZvBy5fh
— Roads of Mumbai(@RoadsOfMumbai) August 19, 2022
মিরা-ভায়ান্দার-বিরার পুলিশের এক আধিকারিক বলেন, “অটোচালকের এই ভিডিয়ো হাতে পেয়েছি। খোঁজ চালানো হচ্ছে। তাঁকে গ্রেফতার করা হবে।”
কী ভাবে সকলের নজর এড়িয়ে অটোচালক ফুট ওভারব্রিজে উঠে পড়লেন তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। অটোচালক কী ভাবে ফুট ওভারব্রিজে উঠলেন, তা ভেবেই অবাক হচ্ছেন নেটাগরিকরা।