অম্বেডকর জয়ন্তী উপলক্ষে রবিবার রাতে নাসিকে চলছিল উদ্যাপন। তারস্বরে গান বাজাচ্ছিলেন ডিজে। তাতে নাচতে গিয়েই ঢলে পড়লেন ২৩ বছরের যুবক। নাক-মুখ দিয়ে বেরিয়ে এল রক্ত। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, উচ্চস্বরে গান বাজছিল। তাতেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে নিতিন ফকিরা রানেসিংহের। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
১৪ এপ্রিল, সোমবার অম্বেডকর জয়ন্তী। মহারাষ্ট্র জুড়ে দিনটি পালন করেন বহু মানুষ। সেই উপলক্ষে নাসিকের ফুলেনগরে রবিবার রাত থেকেই শুরু হয় উদ্যাপন। নিয়ে আসা হয় ডিজে। গান চালিয়ে নাচানাচি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিতিনও যোগ দিয়েছিলেন নাচে। কিছু ক্ষণ পরেই তাঁর নাক, মুখ দিয়ে রক্ত বার হতে থাকে। তিনি আসতে আসতে ঢলে পড়েন।
আরও পড়ুন:
নিতিনকে সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় পঞ্চবতী থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।