ট্রেনে উঠে জায়গা পেয়ে বসেছিলেন। তার পর পকেট থেকে মোবাইল বার করে চোখ রেখেছিলেন সমাজমাদ্যমে। হঠাৎই বছর তেইশের ওই যাত্রীর দিকে রে রে করে তেড়ে গেলেন দুই সহযাত্রী। বিনা প্ররোচনায় জুটল মার। কারণ? ফোনে জম্মু-কাশ্মীরে পহেলগাঁও জঙ্গিহানার ভিডিয়ো দেখছিলেন যুবক। মধ্যপ্রদেশের ঘটনা। হেনস্থা হওয়া ওই যাত্রীর অভিযোগের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
রেল সূত্রে খবর, মারধরের ঘটনাটি ঘটেছে রবিবার। ভোপাল-ইনদওর লোকাল ট্রেনে। অভিযোগ, ২৩ বছরের এক যাত্রীকে বেধড়ক মারধর করেন দুই যাত্রী। নির্যাতিত দাবি করেছেন, কারও সঙ্গে কোনও গন্ডগোল করেননি তিনি। নিজের ফোন ঘাঁটছিলেন। হঠাৎ দুই সহযাত্রী তাঁর কাছে উঠে এসে অভিযোগ করেন, তাঁদের শোনানোর জন্য জঙ্গিহানার ভিডিয়ো (রিল) দেখছিলেন তিনি। অস্বীকার করা ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাননি যুবক। তাঁকে মারধর শুরু করেন সহযাত্রীরা। পরে ট্রেন থেকে নেমে তিনি জিআরপি-র কাছে অভিযোগ করেন।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা পিটিআই-কে জিআরপি স্টেশন হাউস অফিসার রেশমি পাতিদার জানান, এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১১৮ (১), ২৯৬ এবং ৩৫১ ধারায় মামলা রুজু হয়েছে। তিনি বলেন, ‘‘আহত যাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।’’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক জন বিদেশি।