বাজারে ছুরি নিয়ে হামলার চেষ্টা যুবকের। ছবি: সংগৃহীত।
ভরা বাজারের মধ্যে ছুরি হাতে শাসাচ্ছেন এক যুবক। কখনও সাধারণ মানুষের দিকে তেড়ে যাচ্ছেন। তাঁর এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে এ দিক-ও দিক পালাচ্ছিলেন পথচারীরা। ছুরি নিয়ে হামলার খবর পুলিশের কাছে পৌঁছতেই বাজারে হাজির হয় তারা। পুলিশকে দেখে আরও উত্তেজিত হয়ে ওঠেন ওই যুবক।
পুলিশের দাবি, তাদের উপর ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করেন যুবক। অস্ত্র ফেলে দেওয়ার জন্য বার বার সতর্ক করা হয় তাঁকে। কিন্তু তার পরেও তিনি পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এর পরই নিরাপত্তার খাতিরে ওই ব্যক্তিকে নিরস্ত করতে পায়ে গুলি চালায় পুলিশ। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান তিনি। তার পরই পুলিশকর্মীরা লাঠি নিয়ে মারধর করেন। কেড়ে নেওয়া হয় তাঁর হাতের ছুরিটিও। রবিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালবুর্গির একটি বাজারে।
Shootout at #Kalaburagi #Karnataka. A man named Jaffer who was threatening people brandishing knife was shot at his feet and injured by police to over power him. Despite repeated appeals, he didn't listen. He was rushed to nearby hospital. Cops are investigating y he did that. pic.twitter.com/FQitDpXzlI
— Imran Khan (@KeypadGuerilla) February 6, 2023
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম ফজল ভগবান। বাজার থেকে তাদের কাছে ফোন গিয়েছেল যে, এক ব্যক্তি ছুরি নিয়ে বাজারে লোকজনের উপর হামলা চালাচ্ছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে নিরস্ত করার চেষ্টা করা হয়। পায়ে গুলি করার পর ফজলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy