৭৫ বছর বয়সি বৃদ্ধা মাকে পিটিয়ে খুন করলেন যুবক। অভিযোগ, তিনি তাঁর কিশোরী কন্যাকে মারধর করছিলেন। সেই সময়ে বাধা দিতে আসেন বৃদ্ধা। এর পর তাঁকেও লাঠি দিয়ে একাধিক বার আঘাত করেন যুবক। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
ঘটনাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের। অভিযুক্তের নাম সত্যেন্দ্র। সোমবার পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে কোনও কারণে কন্যার উপর রেগে গিয়েছিলেন তিনি। লাঠি দিয়ে তাঁকে মারধর করছিলেন। মার খেয়ে চিৎকার করছিল কিশোরী। সেই চিৎকার শুনেই ছুটে আসেন বৃদ্ধা মিদান্না দেবী। নাতনিকে বাবার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। এসিপি মনোজ কুমার অবস্তী জানিয়েছেন, বাধা পেয়ে নিজের মায়ের উপরেই চড়াও হন যুবক। বৃদ্ধাকে লাঠি দিয়ে একাধিক বার আঘাত করেন তিনি। মার খেয়ে লুটিয়ে পড়েছিলেন বৃদ্ধা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশীদের দাবি, ওই যুবক মদ্যপ। প্রায় প্রতি দিনই মত্ত অবস্থায় পরিবারের সদস্যদের কাউকে না কাউকে তিনি মারধর করতেন বলে অভিযোগ। ঘটনার দিনও তিনি মদ খেয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।