তিন দশক আগে বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী গোষ্ঠীহিংসায় জড়িত থাকার অভিযোগে কর্নাটকের হুব্বল্লিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। ঘটনাচক্রে, অযোধ্যার সেই ধ্বংস হওয়ার কাঠামোর জমিতে গড়ে ওঠা রামমন্দিরের উদ্বোধনের ঠিক তিন সপ্তাহ আগে।
পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির বয়স ৫০ বছর। তাঁর বিরুদ্ধে ১৯৯২ সালে কর্নাটকের হুব্বল্লিতে গোষ্ঠীহিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। হুব্বল্লি-ধারওয়াড় নগর পুলিশের কমিশনার রেণুকা সুকুমার বলেন, ‘‘রুটিন কাজের অংশ হিসাবেই গত তিন মাস ধরে ৩৭ পুরনো মামলায় অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছিল। তার মধ্যে একটি মামলায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’’
আরও পড়ুন:
ধৃত ব্যক্তিকে সোমবার হুব্বল্লি আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।’’ প্রসঙ্গত, ‘স্পর্শকাতর’ এলাকা বলে চিহ্নিত কর্নাটকের ওই শহর অতীতে বেশ কয়েকটি গোষ্ঠীহিংসার ঘটনার সাক্ষী হয়েছে। ১৯৯২ সালের ডিসেম্বরে বাবরি ধ্বংস পরবর্তী হিংসা যার অন্যতম। বিজেপি নেত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতীও হুব্বল্লির ১৯৯৪ সালের একটি গোষ্ঠীহিংসার ঘটনার উস্কানি দেওয়ার অভিযোগে অতীতে গ্রেফতার হয়েছিলেন।